Friday, January 16, 2026

অস্ট্রেলিয়ার বৃষ্টিতে দীপ্তিমান সূর্য, আশঙ্কা সত্যি করে ভেস্তে গেল ম্যাচ

Date:

Share post:

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (1st T 20 match between Ind vs Aus) টস হেরে আগ্রাসী ব্যাটিং শুরু করেছিল টিম ইন্ডিয়া। প্রথম বল থেকেই ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ব্যাট চালাতে শুরু করলে বড় রানের ইনিংসের আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সমর্থকরা। মাঝে দু একবার অবশ্য সমস্যায় পড়তে হয়েছিল তরুণ ব্যাটারকে। অবশেষে চতুর্থ ওভারে নাথান এলিসের বলে উইকেট হারাতে হয় তরুণ তুর্কিকে। অভিষেকের সংগ্রহ ১৪ বল খেলে ১৯ রান। এরপর তিন নম্বরে যখন ব্যাট করতে নামছেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav) আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন অবশ্য সেসবের দিকে আমল দেননি। নিজের ভিন্টেজ মেজাজে ব্যাট করতে ব্যস্ত ছিলেন। তাই বুধবারের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সবথেকে বড় প্রাপ্তি উজ্জ্বল সূর্যের (SKY) ফর্মে ফেরা।

শেষ ১১ ইনিংসে মাত্র ১০০ রান করেছিলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব। অজি বোলিংয়ের বিরুদ্ধে তাঁর স্বভাব সিদ্ধ কামব্যাক হবে কিনা তা ঘিরে একটা আগ্রহ তৈরি হয়েছিল। সমলোচকদের জবাব দিলেন অধিনায়ক। বৃষ্টি বারবার খেলা থামিয়েছে বটে, কিন্তু সূর্যর ছন্দের ব্যাঘাত ঘটাতে পারেনি। মন্থর গতিতে ব্যাটিং শুরু করেও নিজের আগ্রাসী মেজাজ ধরতে বেশি সময় নেননি। তবে ‘সব ভালো যার শেষ ভালো’ অবস্থাটা অবশ্য এদিন হল না। কারণ আবহাওয়ার অসহযোগিতা। প্রথমে পঞ্চম ওভারে এবং পরবর্তীতে নবম ওভারের পর সেই যে বৃষ্টি চরম আকার নিল, শেষমেষ ম্যাচটাই ভেস্তে গেল। ৯.৪ ওভার ভারত ব্যাট করার পর ঝেঁপে বৃষ্টি শুরু হওয়ায় আর ম্যাচ শুরু করা যায়নি। ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক। ২০ বলে ৩৭ রান করেন শুভমন গিল (Subhman Gill)। তবে ম্যাচ ভেস্তে গেলেও এদিন আন্তর্জাতিক টি-২০তে ১৫০টি ছক্কা মারার রেকর্ড গড়েন স্কাই (SKY)।

 

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...