Friday, October 31, 2025

একটা চালেই বদলে গেল ম্যাচের রঙ, জেমাইমার সাফল্যের নেপথ্যে রয়েছেন কে?

Date:

জেমাইমা রদ্রিগেজের(jemimah rodrigues ) দুরন্ত ইনিংসে ভর করেই একদিনের বিশ্বকাপের ফাইনালে(ICC  ODI World Cup) উঠেছে ভারতীয় মহিলা দল। ব্যর্থতার অন্ধকার থেকে সাফল্যের আলোয় জেমাইমা। স্মৃতি-হরমনপ্রীতদের ছাপিয়ে ভারতীয় ক্রিকেটের নতুন রাণী। কিন্তু জেমাইমার নায়িকা হয়ে উঠার নেপথ্যে রয়েছেন একজন মুম্বইকর। তিনি অমল মজুমদার(India head coach Amol Muzumdar)। ভারতীয় দলের হেড কোচ।

ম্যাচের আগে কেউই ভাবেনি, জেমাইমা তিন নম্বরে ব্যাট করতে নামবেন। অবাক করা বিষয় হলো, ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিট আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন অমল। জেমাইমাকে পাঁচ নয় তিন নম্বর স্থানে পাঠান ব্যাট করতে। জেমাইমা নিজেও জানতেন না এই পরিবর্তনের কথা। ফ্রেশ হওয়ার পর ওয়াশরুম থেকে বেরোতেই তাকে জানানো হয় যে তিনি তিন নম্বরে নামবেন।

আসলে দুই ওপেনার দ্রুত আউট হওয়ার পর একজনকে দরকার ছিল যিনি ইনিংস ধরতে পারেন। কারণ বড় রান তাড়া করতে গেলে সবার আগে দরকার ক্রিজে টিকে থাকা।  জেমাইমাকে কঠিন দায়িত্ব দেন কোচ। না হতাশ করেননি ম্যাচের রঙ বদলে দিলেন জেমাইমা। সঙ্গে নিশ্চিত করলেন বিশ্বকাপ ফাইনালের টিকিট।

ম্যাচের পর আবেগপ্রবণ জেমাইমা বলেন, ‘আমি জানতাম না আমাকে তিনে নামতে হবে। ফিল্ডিংয়ের পর যখন সাজঘরে ফিরু তখনও জানতাম আমি পাঁচে ব্যাট করব, সেই ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। দল ব্যাট করতে নামার পাঁচ মিনিট আগে আমাকে বলা হয় তিনে ব্যাট করতে নামতে।’

এর আগের বিশ্বকাপে দলে সুযোগ হয়নি। প্রবল মানসিক যন্ত্রণায় অবসাদে ভেঙে পড়েছিলেন একসময়। নিজেকে জাতীয় দলে ফিরে আসার লড়াই শুরু করেন সঙ্গী ছিবল বাইবেল। এবারের বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু শুরুটা ভালো হয়নি। প্রথম মাচে শূন্য করেছিলেন। পরবর্তী তিনটি ম্যাচে রান না পাওয়ায় বাদও পড়েছিলেন।

অস্ট্রেলিয়াকে হারিয়ে কাঁদতে কাঁদতেই কোনও মতে মাইক্রোফোনটা হাতে নিয়ে জেমাইমা আবেগে ভাসালেন সবাইকে। বোঝালেন বড় প্লেয়াররা বড় ম্যাচেই জ্বলে উঠেন।

Related articles

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...

গোল করতে ব্যর্থ দুই দলই, মোহনবাগানকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে (Super CUP)সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল...
Exit mobile version