৩৯ দিনের মাথায় প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল। উচ্চমাধ্যমিকে পাশের নিরিখে শীর্ষস্থানে দক্ষিণ ২৪ পরগণা। কলকাতা রয়েছে ১২ তম স্থানে। প্রথম দশজনের তালিকায় জায়গা করে নিয়েছে মোট ৬৯ জন। দুপুর ২ টো থেকে শুধুমাত্র অনলাইনে দেখা যাচ্ছে রেজাল্ট। মোট পরীক্ষার্থী ছিল ৬,৬০,২৬০, পরীক্ষা দিয়েছে ৬,৪৫,৮৩২ জন। ছেলেদের মধ্যে পাশের হার ৯৩.৮১ শতাংশ এবং মেয়েদের মধ্যে পাশের হার ৯৩.৬৫ শতাংশ। সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,”আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সফল সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।
তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই।
দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হল। এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই।
যারা এবার ভালো ফল করতে পারোনি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো।” আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশিত, প্রথম দশে ৬৯ জন, প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগণা
–
–
–
–
–
–
–
–
