Friday, November 21, 2025

সীমান্তের ভূগোল জানে না: বিজেপির এসআইআর-চক্রান্তের তোপ অভিষেকের

Date:

Share post:

দেশের মানচিত্র নিয়ে প্রাথমিক ধারণাই নেই! বিজেপি যদি দেশের পাশাপাশি বাংলার ভৌগোলিক মানচিত্রটা জানত, তাহলে বলতে পারত না বাংলায় রোহিঙ্গা (Rohinga) ঢুকেছে! আসলে বাংলাতে এসআইআরের (SIR) নামে ষড়যন্ত্র রচনা করেছে বিজেপি, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, স্পষ্ট হয়ে গিয়েছে বাংলার কাছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একটি বার্তা পোস্ট করে তৃণমূল সাফ জানিয়েছে, বিজেপি দেশের ম্যাপটাই (map) জানে না! দেশাত্মবোধের বুলি আওড়ানো বিজেপি ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্রটা জানে না। যদি জানত, তাহলে বলতে পারত না বাংলায় রোহিঙ্গা ঢুকেছে! ভারতবর্ষের যে রাজ্যগুলোর সঙ্গে মায়ানমারের (Mayanmar) বা বাংলাদেশের (Bangladesh) সীমান্ত রয়েছে, তার একটাতেও এসআইআর (SIR) হল না, জারি হল শুধু বাংলায়!

আরও পড়ুন: অঞ্চল ভিত্তিক হেল্প ডেস্ক, বিএলও-২দের সঙ্গে যোগাযোগে জনপ্রতিনিধিরা: ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশ অভিষেকের

এখানেই স্পষ্ট বিজেপি-র ষড়যন্ত্র। অভিষেকের স্পষ্ট কথা, বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পাঁচটা রাজ্য। কিন্তু এসআইআর হচ্ছে শুধু বাংলায়। বাকি চারটে রাজ্যে এসআইআর হচ্ছে না। তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে। বাকি চারটি রাজ্য কি বাদ! সেখান দিয়ে কি বাংলাদেশিরা প্রবেশ করতে পারে না? যাদের রোহিঙ্গা বলা হয়, তারা বার্মা বা মায়ানমার থেকে আসে। বিজেপি বলে বাংলায় এক কোটি রোহিঙ্গা আছে। রোহিঙ্গারা যদি দেশে প্রবেশ করে তাহলে তারা হয় মিজোরাম দিয়ে করবে, নয় তো মণিপুর, নাগাল্যান্ড বা অরুণাচল প্রদেশ দিয়ে করবে। কিন্তু এই চারটে রাজ্যের মধ্যে একটাতেও এসআইআর হচ্ছে না। তাঁর কথায়, বাংলাদেশের চারদিকে রয়েছে মেঘালয়, অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও মিজোরাম। ১৫ দিন আগে ত্রিপুরা থেকে ২১ জন বাংলাদেশি ধরা পড়েছে। অগাস্ট-সেপ্টেম্বর মাসে অসম থেকে রোহিঙ্গা ধরা পড়েছে। মায়ানমার বাংলার সঙ্গে কোনও বর্ডার শেয়ার করে না। তাঁর সাফ কথা, লক্ষ্য যদি হয় রোহিঙ্গাদের চিহ্নিত করা, তবে যেখান দিয়ে তারা ঢুকছে, সেখানে তাদের আটকানো। তাই সেখানে কবে এসআইআর চালু হবে, সেটাই জিজ্ঞাস্য। এর জবাব দিতে হবে ইলেকশন কমিশনকে।

spot_img

Related articles

SIR-প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়: মঙ্গলে সভা-মিছিল বনগাঁয়

এসআইআর আতঙ্কে বাংলায় একের পর এক মানুষের মৃত্যু। এই রাজ্যেই মৃত্যু হয়েছে দুই বিএলও-র। তা নিয়ে মুখ্য নির্বাচন...

জল্পনার অবসান, টেস্ট শুরুর আগে গুয়াহাটি ছাড়লেন গিল, ফিরলেন কোথায়?

ভারতীয় টেস্ট দল থেকে অধিনায়ক শুভমান গিলকে (Shubhaman Gill )ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুম্বই চলে গেছেন গিল। আগামী...

কয়লা পাচারে ৪০ জায়গায় তদন্তে ইডি-সিবিআই: ঝাড়খণ্ডে উদ্ধার টাকা

কয়লা পাচার মামলায় ফের রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। বাংলার পাশাপাশি তল্লাশি চালানো হয় ঝাড়খণ্ডেও। বেআইনি কয়লা পাচারের (coal...

চোরের মন পুলিশ পুলিশ! ভূমিকম্প নিয়ে BJP-TMC-র নারদ-নারদ

সাম্প্রতিক সময়ে যে কোনও ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া যেন রীতি হয়ে গিয়েছে। সামাজিক, পারিবারিক থেকে প্রাকৃতিক বিষয়কেও ছাড়ছে...