Friday, December 12, 2025

গোল করতে ব্যর্থ দুই দলই, মোহনবাগানকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

Date:

Share post:

সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে (Super CUP)সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল মোহনবাগান।

ড্র করলেই সেমিফাইনালের টিকিট পাবে ইস্টবেঙ্গল, অন্যদিকে মোহনবাগানকে জিততেই হত, এই পরিস্থিতিতে খেলতে নেমে মোহনবাগানের খেলায় সেই চড়া মেজাজই দেখা গেল না। বিদেশিরা সুপার ফ্লপ। কোচ মোলিনার রণকৌশল নিয়েও একা্ধিক প্রশ্ন তুলে এই ম্যাচ। অন্যদিকে শুরুটা ভালো না হলেও অস্কারের কৌশলে সেমিফাইনালে লাল হলুদ ব্রিগেড।

ডেম্পো-চেন্নাইয়িন এফসি ম্যাচটি ড্র হওয়ায় নিশ্চিন্ত হয়ে খেলতে নেমেছিল কলকাতার দুই প্রধান। তবে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলের চাপ অনেকটাই কম ছিল। কারণ সবুজ-মেরুনের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদ

ম্যাচের শুরুতেই মোহনবাগানের বক্সে চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল।  প্রথম ১০ মিনিট আধিপত্য ছিল লাল হলুদের। তবে প্রাথমিক চাপ কাটিয়ে কিছুটা খেলায় ফেরে মোহনবাগান। কিন্ত আক্রমণের সেইভাবে পজেটিভ সুযোগ তৈরি করতে পারেনি সবুজ মেরুন। সামনে ম্যাকলারেন একা থাকয় আক্রমণের ভেদশক্তি তেমন ছিল না। অজি তারকা বল ধরলেই অফ সাইডের  ফাঁদে পড়ছিলেন।

উল্টে চাপ বাড়াতে থাকে লাল হলুদ।  ২৩ মিনিটে বিপিনের হেড পোস্টে লাগল। ২৭ মিনিটে  মহেশের শট একটুর জন্য বাইরে গেল।এরপর দুটো কর্ণার আদায় করলেও তা কাজে লাগাতে পারল না মোহনবাগান। উল্টে মাথা গরম করে হলুদ কার্ড দেখলেন শুভাশিস।

সুযোগ তৈরির নিরিখে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল, কিন্তু সেখান থেকে গোল করতে পারল না লাল হলুদ। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ০-০। মোহনবাগানের প্রথম ১১তে ছিলেন না রবসন বা দিমিত্রি। ফলে তৈরিই হচ্ছিল না। পেনিট্রেটিভ জোনে কোন বলই যাচ্ছিল না। দুই ইউংয়ের হাল ও বেহাল ছিল।ডেম্পো-চেন্নাইয়িন এফসি ম্যাচটি ড্র হওয়ায় নিশ্চিন্ত হয়ে খেলতে নেমেছিল কলকাতার দুই প্রধান। তবে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলের চাপ অনেকটাই কম ছিল। কারণ সবুজ-মেরুনের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদ

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করলেন হামিদ। এরপর জয় গুপ্তার হেডও রক্ষা করলেন বিশাল। গোলের লক্ষ্যে সাহালকে তুলে কামিংসকে নামালেন মোলিনা। অজি তারকা নামার  পরও বাগানের খেলার চালচিত্র পাল্টাল না। দিমিত্রি, দীপক, রবসনকে নামিয়ে দিলেন গোল পাওয়ার  লক্ষ্যে। সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারলেন রবসন।

৭৯ মিনিটে জোড়া পরিবর্তন করেন অস্কার বিপিন, হামিদকে তুলে হিরোসি, বিষ্ণুকে নামালেন। খেলার সময় যত এগোলো ততই রক্ষণকে লোক বাড়িয়ে নিলেন অস্কার।

এদিনে ডেম্পো বনাম চেন্নাইয়িন ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ফলে গোল পার্থক্য গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে চলে গেল ইস্টবেঙ্গল। ডেম্পোর বা্ঙালি গোলরক্ষক নিজের বক্স থেকে গোল করে চমকে দিলেন।

 

spot_img

Related articles

MGNREGA থেকে PBGRY: নাম বদল মোদি সরকারের, ‘মহাত্মা’ শব্দ বাদের তীব্র বিরোধিতা কুণালের

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। বঞ্চিত বাংলা। সেই টাকা দেওয়ার নাম নেই উল্টে বাংলাকে আপমান করতে MGNREGA...

তিনবারের মোদি জমানায় প্রথমবার জনগণনা: খরচ হবে ১১ হাজার কোটি

প্রথমবার জনগণনা করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। এতদিনে সম্মতি মিলিছে মন্ত্রিসভার। তবে তা শুরু হতেই এখনও একবছরের বেশি...

সোনালির স্বাস্থ্যের খোঁজ সুপ্রিম কোর্টের: স্বামীকে ফেরানো নিয়ে রায় নতুন বছরে

বাংলাদেশ থেকে সদ্য দেশে, নিজের বাড়িতে ফেরা সোনালি খাতুনের স্বাস্থ্যের খোঁজ নিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে তাঁর...

গুজরাটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত ৫

ফের গুজরাটে (Gujrat) ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Under Construction)। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে ৫ জনের আহত হওয়ার...