প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল (West Bengal HS Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল। তবে এবারও উচ্চমাধ্যমিকে জেলার জয়জয়কার। পাশের নিরিখে প্রথমস্থানে দক্ষিণ ২৪ পরগনা। কলকাতা রয়েছে ১২ তম স্থানে। প্রথম দশজনের তালিকায় জায়গা করে নিয়েছে মোট ৬৯ জন। দুপুর ২ টো থেকে শুধুমাত্র অনলাইনে দেখা যাচ্ছে রেজাল্ট। মোট পরীক্ষার্থী ছিল ৬,৬০,২৬০, পরীক্ষা দিয়েছে ৬,৪৫,৮৩২ জন। গত বছরে এই পাশের হার ছিল ৯০.৭৯ শতাংশ। ২০১১ সালের পরে এই পাশের হারই সর্বোচ্চ। ছেলেদের মধ্যে পাশের হার ৯৩.৮১ শতাংশ এবং মেয়েদের মধ্যে পাশের হার ৯৩.৬৫ শতাংশ। যারা পরীক্ষা হলে মোবাইল-সহ ধরা পড়েছিলেন, তাঁদের ৬ বিষয়ে আবার পরীক্ষা দিতে হবে।

একনজরে দেখে নিন তালিকা- 
১. প্রথমস্থানে ২ জন (৯৮.৯৭ শতাংশ)
প্রীতম বল্লভ, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া
আদিত্য নারায়ণ জানা, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

২. দ্বিতীয়স্থানে ১০ জন (৯৮.৯৫ শতাংশ)
অতনু বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া
সৃজন পরিচা, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া
সৌমাল্য রুদ্র, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া
ত্রিদেব চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া
তপোব্রত দাস, সিউড়ি
অর্কদ্যুতি ধর, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
অরিঘ্ন সরকার, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
ঐতিহ্য কচাল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
অত্রিৎ পাল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
প্রত্যুষ মণ্ডল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

৩. তৃতীয়স্থানে ১ জন (৯৮.৯২ শতাংশ)
সোহম ভৌমিক, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
৪. চতুর্থস্থানে ১০ জন (৯৮.৪২ শতাংশ)
দিপান্বিতা পাল, দৌলতপুর হাই স্কুল (মেয়েদের মধ্যে প্রথম)
মণীশ সেনাপতি, মেদিনীপুর কলেজিয়েট স্কুল
আলেখ্য মাইতি, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
জয় হীরা, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
দেবপ্রিয় মাঝি, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া
সাগ্নিক ঘটক, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
ঋতব্রত ঘোষ, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
তন্ময় মণ্ডল, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া
শুভদীপ পরিকারী, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া
জিষ্ণু কুণ্ডু, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

৫. পঞ্চমস্থানে ২ জন (৯৮.৩৮ শতাংশ)
রেহাল রিজভি শেখ, আবদুল মোতালেব হাই মাদ্রাসা
সৌম্যদীপ মিশ্র, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
৬. ষষ্ঠস্থানে ১৩ জন (৯৭.৮৯%)
সূর্য বর্মন, মাথাভাঙা হাইস্কুল
আবীর ভট্টাচার্য, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
সোহনদীপ খাটুয়া, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (মালদহ)
অভ্রনীল চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
স্বতন্ত্র জানা, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
আয়ূষ ঘোষাল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
রৌনক দে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
সৈকত সর্দার, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
সৌমিক দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
তুহিন আখতার, মডেল স্কুল, মুর্শিদাবাদ
সৌমদীপ ধারা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
ময়ূখ পাল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
অনুপ ভাট, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া

৭. সপ্তমস্থানে ৬ জন (৯৭.৮৪%)
শুভদীপ দিন্দা, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
সৌহার্দ্য দাস, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
সৃজন পাল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
অলিভ গাইন, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
সৌরাশিস দে, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
অনিশ গাঁতাইত, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

৮. অষ্টমস্থানে একজন (৯৭.৫০%)
গোলাম ফাইজাল, কলকাতা মাদ্রাসা
৯. নবমস্থানে ১৫ জন (৯৭.৩৭%)
পল্লব কুমার ভাওয়েল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
সমর্পণ বিশ্বাস, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
আদিত্যরঞ্জন রায়, নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন
সায়ন্তন দত্ত, স্কটিশচার্চ কলেজিয়েট স্কুল
আদ্রিজা গণ, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল
শুভায়ন মণ্ডল, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল
মণিদীপ মাহাতো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
দীপ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
অয়ন মান্না, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
অরিত্র দুয়ারি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
সৌমদীপ খাঁ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
আদর্শ মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
সাদমান আবতাহি, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
সর্বজিৎ দাস, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া
সোহম ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া

১০. দশমস্থানে ৯ জন (৯৭.৩০%)
শুভম রায়, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
ঋত্তিক দত্ত, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
শুভদীপ সরকার, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
সৌমাল্য পাত্র, মরামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
আবু লাহিল সিদ্দিকী, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ
শুভ্রকান্তি জানা, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
স্নেহা সুরাই, বিদ্যাভারতী গার্ল হাই স্কুল, কলকাতা
নৈরিত রঞ্জন পাল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর
রেহান আনসারি, রামনারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন, হুগলি



