Friday, December 12, 2025

সৌদিতে পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের! নিরপেক্ষ তদন্তের দাবি 

Date:

Share post:

সৌদি আরবে পুলিশের ‘ভুলে’ প্রাণ হারাতে হল ভারতীয় এক যুবককে। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)।ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি জেলার দুধাপানিয়া গ্রামের বাসিন্দা গত প্রায় ৯ মাস ধরে সৌদিতে একটি নির্মাণ সংস্থায় লাইন ফিটার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কাজের জায়গায় (Work Site) পুলিশের সঙ্গে মাদকপাচারকারীদের মধ্যে গুলির লড়াই চলছিল। সেখানেই উর্দিধারীদের গুলিতে বিজয়ের (Vijay Mahato) শরীর এফোঁড় ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ অক্টোবর তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের পুলিশের (Saudi Arabia Police) তরফে গোটা বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দাবি করা হয়েছে।

বিদেশে প্রবাসী ভারতীয়র এমন মর্মান্তিক পরিণতিতে পুলিশের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে পরিবার ও এলাকার স্থানীয় নেতারা। হাসপাতাল থেকেই বিজয় তাঁর স্ত্রীকে শেষবার্তা পাঠিয়েছিলেন। সেখানে গোটা ঘটনাটি তিনি বর্ণনা করেন। বিজয় যে সংস্থায় কাজ করতেন সেখান থেকে ২৪ অক্টোবর তাঁর মৃত্যুর খবর জানিয়ে বাড়িতে ফোন যায় বলে জানিয়েছেন মৃতের স্ত্রী। গোটা বিষয়টি জানতে পেরে রাজ্য সরকারের শ্রম দফতর সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। ডুমরির বিধায়ক সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দেহ হস্তান্তরের পাশাপাশি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। পাশাপাশি বিজয় যে সংস্থায় কাজ করতেন সেখান থেকে যাতে তাঁর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয় সে বিষয়টিও নিশ্চিত করতে আবেদন জানানো হয়েছে।

 

spot_img

Related articles

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...