Saturday, November 22, 2025

সৌদিতে পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের! নিরপেক্ষ তদন্তের দাবি 

Date:

Share post:

সৌদি আরবে পুলিশের ‘ভুলে’ প্রাণ হারাতে হল ভারতীয় এক যুবককে। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)।ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি জেলার দুধাপানিয়া গ্রামের বাসিন্দা গত প্রায় ৯ মাস ধরে সৌদিতে একটি নির্মাণ সংস্থায় লাইন ফিটার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কাজের জায়গায় (Work Site) পুলিশের সঙ্গে মাদকপাচারকারীদের মধ্যে গুলির লড়াই চলছিল। সেখানেই উর্দিধারীদের গুলিতে বিজয়ের (Vijay Mahato) শরীর এফোঁড় ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ অক্টোবর তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের পুলিশের (Saudi Arabia Police) তরফে গোটা বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দাবি করা হয়েছে।

বিদেশে প্রবাসী ভারতীয়র এমন মর্মান্তিক পরিণতিতে পুলিশের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে পরিবার ও এলাকার স্থানীয় নেতারা। হাসপাতাল থেকেই বিজয় তাঁর স্ত্রীকে শেষবার্তা পাঠিয়েছিলেন। সেখানে গোটা ঘটনাটি তিনি বর্ণনা করেন। বিজয় যে সংস্থায় কাজ করতেন সেখান থেকে ২৪ অক্টোবর তাঁর মৃত্যুর খবর জানিয়ে বাড়িতে ফোন যায় বলে জানিয়েছেন মৃতের স্ত্রী। গোটা বিষয়টি জানতে পেরে রাজ্য সরকারের শ্রম দফতর সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। ডুমরির বিধায়ক সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দেহ হস্তান্তরের পাশাপাশি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। পাশাপাশি বিজয় যে সংস্থায় কাজ করতেন সেখান থেকে যাতে তাঁর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয় সে বিষয়টিও নিশ্চিত করতে আবেদন জানানো হয়েছে।

 

spot_img

Related articles

SIR-এ কাজের চাপ: এবার আত্মহত্যায় বাধ্য হলেন মোদির রাজ্যের BLO!

বাংলায় বারবার ইনিউমারেশন ফর্ম বিলি থেকে ডিজিটাইজেশনের কাজ নিয়ে চাপের অভিযোগ করেছেন বুথ লেভেল অফিসাররা। আত্মহত্যার উদাহরণও রয়েছে...

শহর থেকে জেলা, একাধিক জেলায় আগুনে পুড়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান

শুক্রবার রাতে রাজ্যের একাধিক জেলায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো। সবথেকে বড় আগুন লাগার ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে...

নির্বাচন কমিশনের প্রবল চাপ: রাজ্যের ফের আত্মঘাতী মহিলা বিএলও

রাজ্যে ফের আত্মঘাতী বিএলও। আবার দায়ী নির্বাচন কমিশন। শুক্রবার নতুন করে বিএলও-দের ডিজিটাইজেশনের কাজ করার সময়সীমা কমিয়ে দেওয়ার...

নিউটাউনে বেপরোয়া অ্যাপ ক্যাব: সাত সকালে দুর্ঘটনায় আহত ৬

সাত সকালে নিউটাউনে অ্যাপ ক্যাব দৌরাত্ম্য। বেপরোয়া ক্যাবের ধাক্কায় আহত হলেন ৫ পথচারী। গুরুতর আহত হলেন অ্যাপ ক্যাব...