Friday, January 2, 2026

সৌদিতে পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের! নিরপেক্ষ তদন্তের দাবি 

Date:

Share post:

সৌদি আরবে পুলিশের ‘ভুলে’ প্রাণ হারাতে হল ভারতীয় এক যুবককে। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)।ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি জেলার দুধাপানিয়া গ্রামের বাসিন্দা গত প্রায় ৯ মাস ধরে সৌদিতে একটি নির্মাণ সংস্থায় লাইন ফিটার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কাজের জায়গায় (Work Site) পুলিশের সঙ্গে মাদকপাচারকারীদের মধ্যে গুলির লড়াই চলছিল। সেখানেই উর্দিধারীদের গুলিতে বিজয়ের (Vijay Mahato) শরীর এফোঁড় ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ অক্টোবর তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের পুলিশের (Saudi Arabia Police) তরফে গোটা বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দাবি করা হয়েছে।

বিদেশে প্রবাসী ভারতীয়র এমন মর্মান্তিক পরিণতিতে পুলিশের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে পরিবার ও এলাকার স্থানীয় নেতারা। হাসপাতাল থেকেই বিজয় তাঁর স্ত্রীকে শেষবার্তা পাঠিয়েছিলেন। সেখানে গোটা ঘটনাটি তিনি বর্ণনা করেন। বিজয় যে সংস্থায় কাজ করতেন সেখান থেকে ২৪ অক্টোবর তাঁর মৃত্যুর খবর জানিয়ে বাড়িতে ফোন যায় বলে জানিয়েছেন মৃতের স্ত্রী। গোটা বিষয়টি জানতে পেরে রাজ্য সরকারের শ্রম দফতর সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। ডুমরির বিধায়ক সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দেহ হস্তান্তরের পাশাপাশি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। পাশাপাশি বিজয় যে সংস্থায় কাজ করতেন সেখান থেকে যাতে তাঁর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয় সে বিষয়টিও নিশ্চিত করতে আবেদন জানানো হয়েছে।

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...