Thursday, November 13, 2025

বিগত কয়েক মরশুম ধরেই সাফল্যের নৌকায় ভেসেছিল মোহনবাগান(Mohun Bagan)। কিন্তু চলতি মরশুমের শুরু থেকেই ছবিটা অন্যরকম। আর সুপার কাপ থেকে বিদায়ের পরই মোহনবাগানের অন্দরের অশান্তির ছবি প্রকাশ্যে চলে এল। সেই সঙ্গে কোচ বদলের হাওয়া গঙ্গাপাড়ের ক্লাবে।

দল গঠন নিয়ে সরাসরি ম্যানেজমেন্টের দিকেই তির ছুরলেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। ডুরান্ড কাপে প্রত্যাশা মতো সাফল্য আসেনি। এসিএল-র একটা ম্যাচ খেলেছে মোহনবাগান। সেটাতেও হারতে হয়েছে। আইএফএ শিল্ড জয় পেয়ে কিছুটা অক্সিজেন পেয়েছিলেন সবুজ মেরুন কোচ। কিন্তু সুপার কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করে বিদায় নেওয়ার পরেই বাগানে দাবানল।

কোচ মোলিনা সরাসরি জানিয়ে দিয়েছেন। দল তাঁর গঠন করা নয় ম্যানেজমেন্টের গঠন করা অর্থাৎ এই ব্যর্থতার দায়ভার তাঁর যে একার নয় সেটা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন সবুজ মেরুন কোচ।সুপার কাপের ডার্বি ড্র করে সাংবাদিক সম্মেলনে এসে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন হোসেন মলিনা।

মোলিনার কথায়, “আমি প্লেয়ারদের সই করাইনি। করিয়েছে ম্যানেজমেন্ট। আমি আমার মতামত দিয়েছি মাত্র। সিদ্ধান্ত ওদের। বছরের শুরুতে একজন বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার চেয়েছিলাম। যে খেলাটা কন্ট্রোল করতে পারে। কিন্তু আমি পাইনি।আমি অনুশীলন করাই, দল মাঠে নামায় এই পর্যন্ত।”

মোলিনার এই মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কি আদৌও আর মোহনবাগানের কোচ থাকবেন! নাকি আইএসএল শুরুর আগেই কোচ আনবে ম্যানেজমেন্ট। আপাতত সামনে কোনও টুর্নামেন্ট নেই। আইএসএল জানুয়ারি মাসের আগে শুরু হওয়া সম্ভবনা নেই। ফলে মলিনার উপর ভরসা না রেখে নতুন কোচ নিয়োগ করতে পারে টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে কলকাতায় নাও ফিরতে পারেন  মোলিনা। ডার্বির পরই মোহনবাগান কোচ হিসাবে শেষ সাংবাদিক সম্মেলন টাও করে ফেলেছেন তিনি।

চলতি মরশুমে মোহনবাগানের খারাপ পারফরম্যান্সের নেপথ্যে একাধিক কারণ আছে। বিষয়টি পরিষ্কার মূল সমস্যা দল গঠনের। এই রকম ফুটবল বোধহীন দলগঠন, স্বল্প প্রি সিজন, কোচের সঙ্গে অসি প্লেয়ারদের গন্ডগোল, ম্যানেজমেন্টের এএফসির হারিকিরি সব মিলিয়ে এ বছর ঘেঁটে গেছে.

 

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version