Friday, November 21, 2025

হাসপাতাল থেকে ছাড়া পেলেন, শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

Date:

Share post:

অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শনিবার বিসিসিআইয়ের(BCCI) বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে দ্রুত সুস্থ হচ্ছেন শ্রেয়স। ফলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে আপাতত সিডনিতেই থাকবেন শ্রেয়স।

দীর্ঘ বিমান সফর করার মতো সুস্থ হওয়ার পরই তাঁকে সিডনি থেকে মুম্বইয়ে নিয়ে আসা হবে। শ্রেয়সকে দ্রুত সুস্থ করে তোলার জন্য বিসিসিআই কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি।

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে  অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তড়িঘড়ি তাঁকে সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত সোমবার সকালে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। যদিও উদ্বেগ কাটিয়ে আইসিইউ থেকে ছাড়া পান।  যদিও পুরোপুরি সুস্থ হননি। ডাক্তারদের কড়া পর্যবেক্ষণে  ছিলেন শ্রেয়স।

২৫ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই-তে ফিল্ডিং করার সময়ে, শ্রেয়স আইয়ার বাঁ-পাঁজরের নীচের অংশে আঘাত পেয়েছেন। তা আরও ভালো ভাবে মূল্যায়নের জন্য, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। স্ক্যানে প্লীহায় আঘাতের প্রমাণ মিলেছে।

শ্রেয়স আইয়ার এর আগে সমাজমাধ্যমে লিখেছিলেন, “এখন আমি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। প্রতি দিন আরও উন্নতি করছি। যে শুভেচ্ছা এবং সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ।  আমার কথা আপনারা ভেবেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ।সত্যি খুব ভাল লেগেছে।”

শ্রেয়স আগামী দুই মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। যার অর্থ আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলতে পারবেন না। এদিকে, আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই  সিরিজেও তাঁর অংশগ্রহণ অনিশ্চিত। কারণ সেই সময় তিনি অনুশীলনের বাইরে থাকবেন। এমনকি টি২০ বিশ্বকাপে খেলা নিয়েও অনিশ্চয়তা আছে।

 

spot_img

Related articles

সুপার ওভারে নাটকীয় ম্যাচ, বৈভবের দুরন্ত ইনিংসেও ভারতের স্বপ্নভঙ্গ

ক্রিকেটের পর ফুটবল, ফের বাংলাদেশের কাছে হার ভারতের।  এশিয়া রাইজিং স্টার্স কাপ ২০২৫(Rising Stars Asia Cup 2025) থেকে...

বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার মহিলা!

শীতের সকালের হালকা কুয়াশাকে আড়াল করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা—শেষমেশ সেই চক্রের দুই সদস্যকে পাকড়াও করল বহরমপুর থানার পুলিশ।...

ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের বিরোধী নয় ফেডারেশন: জানালেন স্বরূপ-রাহুল-পাভেলরা

ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের বিরোধী নয় ফেডারেশন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা...

‘হাঁটি হাঁটি পা পা’ করে গোয়া চলচ্চিত্র উৎসবে রুক্মিণী

বাবা-মেয়ের সম্পর্কের গল্প অর্ণব মিদ্যার 'হাঁটি হাঁটি পা পা'। মুক্তির আগে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) অর্থাৎ...