Thursday, January 22, 2026

বাদ যাবে এক কোটি মতুয়ার নাম! অনশনের হুঁশিয়ারি সাংসদ মমতাবালা ঠাকুরের

Date:

Share post:

যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন তাতে রাজ্যের একটি বড় অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে এসআইআর-এর (SIR) ফর্ম ফিলাপ শুরুর পরই অনশনে বসার হুঁশিয়ারি তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur)। এসআইআর-এর (SIR) মাধ্যমে যাঁদের নাম ভোটার তালিকায় ছিল, তাঁদের নাম বাদ দেওয়া যাবে না, দাবি সাংসদের।

বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছেন বাংলায় এসআইআর হলে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে। বিজেপির সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) কতটা যোগসাজস করে বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে তা বিরোধী দলনেতার (LoP Suvendu Adhikary) হুমকিতেই স্পষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে কমিশনের চক্রান্তের হাত থেকে মতুয়া (Matua) সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য এগিয়ে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।

অবাক করা নিয়মে ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালাবে জাতীয় নির্বাচন কমিশন। সেখানেই তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur) প্রশ্ন, ২০০২ সালের তালিকা ধরে ভোটার তালিকার কাজ হলে বাদ পড়বেন মতুয়ারা (Matua)। আমাদের ভবিষ্যৎ কী? সেই সঙ্গেই তিনি দাবি জানান, যাদের ভোটাধিকার ছিল তাদের ভোটাধিকার রাখতে হবে। যদি রাজ্য়ে দেড় কোটি মানুষের নাম বাদ যায় তবে ১ কোটি ভোটারের ভোটাধিকার বাদ চলে যাবে মতুয়াদের। মতুয়ারাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

আরও পড়ুন: প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

ইতিমধ্যেই এসআইআর-এর পাশাপাশি সিএএ ফর্ম ফিলাপ করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপির মতুয়া শিবির। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Santanu Thakur) জায়গায় জায়গায় সিএএ ক্যাম্প (CAA camp) করে নাগরিকত্ব প্রদানের দাবি জানাচ্ছেন। তাতে সুব্রত ঠাকুর, অসীম সরকারের মতো বিজেপির পদাধিকারীরা প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন, যে প্রক্রিয়ায় শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব প্রদানের কাজ চালাচ্ছেন, তা আদতে যুক্তিগ্রাহ্য নয়। শান্তনুর সেই ভাঁওতাবাজী ধরে ফেলতেই মতুয়া সম্প্রদায়ের অধিকার নিয়ে সরব সাংসদ মমতাবালা। এসআইআর-এর মাধ্যমে এনআরসি (NRC) করার প্রক্রিয়ার প্রতিবাদে ৫ নভেম্বর থেকে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিলেন তিনি।

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...