নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষের জমি। তার উপর আবার ঘূর্ণিঝড়ের দাপটে পিছিয়ে গেছে হিমেল হাওয়া। তবে বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেই পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। যদিও পাকাপাকিভাবে শীতের আগমন এখনই হচ্ছে না দক্ষিণবঙ্গে।

রবিবাসরীয় মেঘলা আকাশ আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিয়েই দিয়েছে। বুধবার থেকে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে। তবে এসবের চক্করে আগামী দু-তিন দিন রাতের তাপমাত্রা নিম্নমুখী হবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। সোম ও মঙ্গলবার দক্ষিণের আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, তাই আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের দুর্যোগ ফিরতে পারে।বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। লক্ষ্মীবারে ভিজবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনা। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

–

–

–

–

–

–

–

–


