Tuesday, November 4, 2025

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

Date:

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে এই সংস্থা। রবিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যবস্থাপনায় আয়োজিত একটি স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডাঃ অর্চনা মজুমদারের উপস্থিতি ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।

সূত্রের খবর, নন্দীগ্রামে বিজেপির তরফে আয়োজিত ওই স্বাস্থ্য শিবিরে প্রধানমন্ত্রীর ছবি শোভা পেয়েছে মঞ্চে। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং ডাঃ অর্চনা মজুমদার। তাদের একাধিক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর সেই ছবিই হাতিয়ার করে বিজেপির তীব্র সমালোচনায় নেমেছে তৃণমূল।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “জাতীয় মহিলা কমিশনের কোনও সদস্যা কি দলীয় স্বাস্থ্য শিবিরে অংশ নিতে পারেন? তিনি নাগরিক হিসেবে, চিকিৎসক হিসেবে বা অতিথি হিসেবে যেভাবেই যান না কেন, পদাধিকার অনুযায়ী এটা নৈতিকভাবে ভুল।” তাঁর সংযোজন, “আমরা বারবার বলেছি এই সংস্থাগুলি বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ করছে। আজ সেই অভিযোগেরই প্রমাণ মিলল।”

কুণালের অভিযোগ, “যিনি জাতীয় মহিলা কমিশনের সদস্যা পরিচয়ে রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে নিয়মিত বিকৃত প্রচার চালান, তিনি কীভাবে নন্দীগ্রামে শুভেন্দুর শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত থাকেন?” তিনি আরও দাবি করেন, “শিবিরে চিকিৎসা করেছেন কি করেননি সেটা মুখ্য নয়, কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্য হয়ে বিজেপির কর্মসূচিতে উপস্থিত থাকাই এক ধরনের অনৈতিকতা।”

তৃণমূল নেতার আরও বক্তব্য, “গত কয়েকদিন ধরে নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফোন করে জানাচ্ছিলেন, ডায়মন্ড হারবারের মতো ‘সেবাশ্রয়’ প্রকল্প নন্দীগ্রামেও হোক। এটা জানতে পেরেই গদ্দার আতঙ্কে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। সেখানে নিয়ে আসেন মহিলা কমিশনের সদস্যাকে। এখন বলুন, নিরপেক্ষতা কোথায়?”

বিজেপির তরফে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। দলের এক নেতার বক্তব্য, “স্বাস্থ্য শিবির সমাজসেবামূলক উদ্যোগ। সেখানে কোনও রাজনীতি নেই। তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করছে।” কিন্তু তৃণমূলের দাবি, ছবি নিজেই সব কথা বলছে — মহিলা কমিশনের সদস্যা যখন দলীয় কর্মসূচিতে, তখন নিরপেক্ষতার দাবি ধোপে টেকে না।

আরও পড়ুন – SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

_

 

_

 

_

 

_

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version