Wednesday, November 26, 2025

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

Date:

Share post:

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক প্রজ্ঞাগার্গী ভট্টাচার্য (হুসেন) মা আরতি ঘোষ এবং মেয়ে ফাল্গুনী ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি, দু’জনকেই এক লক্ষ টাকা করে জরিমানার সাজা শোনানো হয়েছে।

পিসি শাশুড়ি সুমিতা ঘোষ খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন আরতি ও ফাল্গুনী। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুমিতার মৃতদেহ ট্রলি ব্যাগে ভরে কলকাতার গঙ্গার ঘাটে ফেলে আসার চেষ্টা করেছিল তারা। সন্দেহের বশে স্থানীয়দের নজরে পড়ে যায় ঘটনাটি। এরপরই উত্তর বন্দর থানার পুলিশ ট্রলি উদ্ধার করে এবং মা-মেয়েকে গ্রেফতার করে।

তদন্তে উঠে আসে রোমহর্ষক তথ্য। জানা যায়, বিবাহবিচ্ছেদের পর সুমিতা অসমে ভাইয়ের বাড়িতে থাকতেন। পরবর্তীতে তাঁর ভাইপো ফাল্গুনীকে বিয়ে করে। বিবাহের কয়েক মাস পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। ফাল্গুনী শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের কাছে মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লীতে থাকতে শুরু করে।

খুনের দিন ২৪ ফেব্রুয়ারি রাতে সুমিতাকে হত্যা করে মৃতদেহ ঘরে রেখেই কলকাতায় আসে মা ও মেয়ে। বড়বাজার থেকে কেনে ট্রলি ব্যাগ এবং বউবাজারের একটি সোনার দোকানে ১ লক্ষ ৬৩ হাজার টাকার গয়নার অর্ডার দেয়। গয়নার বিল করা হয় নিহত সুমিতার নামেই। নিহতের মোবাইল থেকে অনলাইনে ৫০ হাজার টাকা অগ্রিমও দেয় ফাল্গুনী। বাড়ি ফিরে পিসি শাশুড়ির মৃতদেহ হাতুড়ি দিয়ে পা ভেঙে ট্রলিতে ভরে ফেলার চেষ্টা করে তারা। পরদিন সকালে ভ্যানে করে দোলতলা পর্যন্ত নিয়ে যায়, সেখান থেকে ট্যাক্সিতে চেপে পৌঁছয় কলকাতার গঙ্গার ঘাটে। কিন্তু সন্দেহ জাগতেই স্থানীয়রা পুলিশে খবর দেয়। নর্থ পোর্ট থানার পুলিশ এসে রহস্যভেদ করে।

মামলার তদন্তভার নেয় মধ্যমগ্রাম থানার পুলিশ। তদন্তে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয় বাড়ির সামনের পুকুর থেকে। ৩২ জন সাক্ষীর বয়ান এবং ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পুলিশের চার্জশিট জমা পড়ে বারাসত আদালতে। মাত্র আট মাসেই শেষ হয় বিচারপ্রক্রিয়া। সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় বলেন, “আমরা চেয়েছিলাম দ্রুত বিচার হোক, আদালতও সেই অনুযায়ী রায় ঘোষণা করেছেন।” সোমবার রায়ের সময় আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

আরও পড়ুন – আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...