Thursday, January 22, 2026

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা। ঠিক তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন— যতদিন এসআইআর চলবে, ততদিন সব মন্ত্রীকে নিজেদের জেলা ও বিধানসভা এলাকায় থাকতে হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভোটার তালিকা সংশোধনের সময় যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে হবে। প্রশাসনিক কর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে, মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে, তার দিকে বিশেষ নজর রাখতে হবে। শহর কলকাতা থেকে দূরে থাকা মন্ত্রীদের মঙ্গলবারের আগে নিজেদের জেলায় পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এসআইআর নিয়ে রাজ্য সরকার অত্যন্ত সতর্ক, কারণ সম্প্রতি মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্বের দাবি— ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা নিয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন বলেন, “বাংলার সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা হচ্ছে, আবার মানুষকে ভয় দেখানো হচ্ছে।” তাঁর অভিযোগ, এসআইআর নিয়ে আতঙ্কে রাজ্যে গত কয়েক দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। অভিষেকের বক্তব্য, “এসআইআর করে নাম বাদ দিয়েও তৃণমূলের ভোট আরও বাড়বে। যারা বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে।” এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এক্স হ্যান্ডেল-এ পোস্ট করে জানান, মঙ্গলবারের প্রতিবাদ কর্মসূচির আগে তাঁর লেখা ও সুর করা গানটি শোনার অনুরোধ করেছেন সকলকে। সেই গান গেয়েছেন শিল্পী ইন্দ্রনীল সেন।

আরও পড়ুন- বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বেঙ্গালুরুতে প্রয়াত ইলিয়াস পাশাকে শেষ শ্রদ্ধা ইস্টবেঙ্গলের, শোকবার্তা ফেডারেশনের

প্রয়াত ইস্টবেঙ্গলের(East Bengal) প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা( Ilyas Pasha)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ইস্টবেঙ্গল ক্লাব। প্রয়াত প্রখ্যাত ডিফেন্ডার ইলিয়াস...

সাধারণতন্ত্র দিবসে পুরুষ CRPF বাহিনীকে নেতৃত্ব! ইতিহাস গড়বেন সিমরন

সাধারণতন্ত্র দিবসে ইতিহাস গড়বেন জম্মু-কাশ্মীরের সিমরন। আগামী ২৬ জানুয়ারি মহড়াতে সিআরপিএফের পুরুষদলকে (CRPF male unit) নেতৃত্ব দেবেন বছর...

কর্নাটকে চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত! ভাষণ অসমাপ্ত রেখে অধিবেশন ছাড়লেন গেহলট

অবিজেপি রাজ্যে সরকারের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন কেন্দ্রের বিজেপি (BJP) সরকার মনোনীত রাজ্যপালরা (Governor)। বাংলায় ভুরি ভুরি উদাহরণ রয়েছে।...

সংগীতশিল্পী স্নিগ্ধজিৎকে হেনস্থার অভিযোগ মেদিনীপুরে, ভাইরাল ভিডিও

মেদিনীপুরে সংগীতানুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান চলাকালীন চরম হেনস্থার শিকার গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)! গান গাইতে গাইতে আচমকা মঞ্চ...