দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। বিশ্ব হিন্দু পরিষদ (দক্ষিণবঙ্গ)-এর (VHP) পক্ষ থেকে এই মামলা দায়ের করা।

দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) সঙ্গে কেন ‘ধাম’ শব্দটি যুক্ত করা হবে সেই প্রশ্ন তুলে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়। এর আগে একাধিক বার মামলাকারীর অনুরোধে শুনানি পিছানো হয়েছে। দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা নিয়ে অতিরিক্ত নথি দাখিল করার সুযোগ দেওয়া হলেও এখনও করা হয়নি- এই যুক্তিতে মামলা খারিজ করে আদালত। মঙ্গলবার, শুনানিতে আদালত প্রশ্ন তোলে, কতবার নথি দাখিল করার জন্য শেষ সুযোগ দেওয়া হবে? বারবার শেষ সুযোগ দিলে তো ‘শেষ‘ শব্দ তার মানে হারাবে- মন্তব্য করেন প্রধান বিচারপতি।

একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, মামলাকারী চাইলে সম্পূর্ণ নথি দিয়ে নতুন করে মামলা দাখিল করতে পারে।

–

–

–

–

–

–

–


