Saturday, December 6, 2025

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

Date:

Share post:

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল। আজ কলকাতার বুকে ঐতিহাসিক মিছিলের দিয়েছে তৃণমূল। নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee)

রেড রোডে বিআর অম্বেডকের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মঙ্গলবার  দুপুর দেড়টার মধ্যে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের রেড রোডে অম্বেদকরের মূর্তির সামনে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ সেখান থেকে শুরু হবে ঐতিহাসিক মিছিল।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়— উভয়েই হাঁটবেন এই প্রতিবাদ মিছিলে। মিছিল শেষে বক্তৃতাও করবেন তাঁরা।

অভিষেক সোমবারই জানিয়েছেন, কলকাতা ও আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা আসবেন মিছিলে। দূরের জেলাগুলিকে আসতে বারণ করা হয়েছে  বলে জানালেন অভিষেক। কারণ মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে আর ওই দিন থেকেই বুথ স্তরের আধিকারিকরা (BLO) এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন।

একই তথ্য পরিসংখ্যান তুলে ধরে অভিষেক জানিয়ে রেখেছেন, এসআইআর ঘোষণার পর রাজ্যে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। এসআইআর শুরু হলে এরপর বাংলা জুড়ে মৃত্যুমিছিল দেখা যাবে। এর সঙ্গে এসআইআর-এর প্রতিবাদের দিল্লিতে কমিশন ঘেরাওয়ের কথাও ফের এদিন বলেন তিনি।

আজকের মিছিল থেকেই বিশেষ নিবিড় সংশোধন (SIR)  বিরোধিতায় সুর সপ্তমে চড়াতে পারে রাজ্যের শাসক দল।

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...