বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে উঠা উত্তরবঙ্গে হলেও ক্রিকেটার রিচার উত্থান দক্ষিণবঙ্গ থেকেই। ফলে বিশ্বজয়ীকে বরণে প্রস্তুত উত্তর থেকে দক্ষিণ।

রিচার অপেক্ষায় বাংলা, মেগা সংবর্ধনা অনুষ্ঠানের ব্লু প্রিন্ট তৈরি শিলিগুড়ি কর্পোরেশন থেকে সিএবির। কিন্ত কবে কোথায় ফিরবেন বিশ্বকাপজয়ী? বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল রিচার বাবা মানবেন্দ্র ঘোষের সঙ্গে।

তিনি জানিয়েছেন, “বর্তমানে রিচা সহ ভারতীয় দল আছে দিল্লি। বুধবার বিকেল বা সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবে ভারতীয় দল। তারপরই আগামী কয়েক দিনের সূচি তৈরি করতে পারেন রিচা।”

প্রাথমিকভাবে ঠিক ছিল রিচা বৃহস্পতিবার সরাসরি শিলিগুড়ি ফিরবেন, তিনি বিশ্বকাপ জিতে বাড়ি ফিরতে চাইছেন। শুক্রবার রিচাকে সোনার ব্যাট দিয়ে সংবর্ধনার পরিকল্পনা করেছিল সিএবি। ঔদিন সকালেই কলকাতায় আসার কথা ছিল রিচার।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিএবির অনুষ্ঠান একদিন পিছোতে পারে। শনিবার সেটা হতে পারে। কিন্তু শনিবার আবার পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা রিচার। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই সিএবিকে জানাতে পারবেন রিচা কবে তিনি কলকাতায় আসবেন।সেই মতোই সিএবিকে সেটা জানাবেন।

সিএবি অনুষ্ঠানে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তো থাকবেন সঙ্গে ঝুলন গোস্বামীও। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যদিও তিনি আসেন তাহলে এক মঞ্চে মমতা, সৌরভ, ঝুলন, রিচা থাকবেন।

অন্যদিকে শিলিগুড়িও তৈরি রিচা বরণের অপেক্ষায়। বিমানবন্দর থেকে হুডখোলা গাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁকে। পাশাপাশি নাগরিক সংবর্ধনাও দেওয়া হবে।

–

–

–
–


