Saturday, November 29, 2025

দিনরাত বিজেপির অপমান, সেই নেহেরুকেই স্মরণ নিউইয়র্কে: মামদানির জয়ে সরব প্রিয়াঙ্কা

Date:

Share post:

যে জওহরলাল নেহেরুকে বিজেপির নেতারা সবক্ষেত্রে নিচু দেখাতে চেষ্টা করেন ভারতে, সেই নেহেরুর জয়গান নিউ ইয়র্কের মঞ্চে। মেয়র হিসাবে জিতেই নিজের বক্তৃতায় নেহেরু বন্দনা জোহরান মামদানির (Johran Mamdani)। এবার নিউ ইয়র্কের মেয়রের (Mayor) সেই বন্দনাকেই বিহার নির্বাচনের প্রচারে হাতিয়ার করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সেই সঙ্গে মেয়র ও তাঁর মা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারকে (Mira Nair) অভিনন্দন প্রিয়াঙ্কার।

যে কোনও জাতীয় অনুষ্ঠান হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) দেখা যায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর (Jawaharlal Nehru) নিন্দা করতে। দেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে নেহেরুর বিরুদ্ধে তুলে ধরার চেষ্টা করেন বিজেপির জাতীয় নেতারা। এবার কার্যত সেই অপচেষ্টার মুখোশ খুলে দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। নিজের বক্তব্যে নিউ ইয়র্ক শহরের নবজাগরণের যে বার্তা তুলে ধরেছিলেন, তা জওহরলাল নেহেরুর বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন।

কার্যত ভারতে পরিবর্তনের যে বার্তা দেওয়ার চেষ্টা করেন বিজেপির নেতারা, তার অন্তঃসারশূন্যতা নেহেরুর বক্তব্যের নিউ ইয়র্কে প্রতিধ্বনিত হওয়ায় প্রমাণিত। বিহারের নির্বাচনেও যেভাবে বিজেপি বিরোধী জোট, বিশেষত কংগ্রেসের ব্যর্থতার দাবি তুলে আক্রমণ চালাচ্ছে বিজেপির নেতারা, তাকে কড়া চ্যালেঞ্জ নিউ ইয়র্কে নবনির্বাচিত মেয়রের নেহেরু বন্দনা। আর তাকে হাতিয়ার করতে ছাড়েননি কংগ্রেসের পরিণত রাজনীতিক সাংসদ প্রিয়াঙ্কা।

জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পরই তাঁকে অভিনন্দন সোশ্যাল মিডিয়া স্টোরিতে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে তাঁর মা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারকেও অভিনন্দন জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, ‘নিউ ইয়র্ক শহরের ১১তম মেয়র জ়োহরান মামদানিকে অভিনন্দন। ইতিহাস তৈরি হল।’

আরও পড়ুন: ‘ভোট জিহাদ’! মামদানির জয়কে কটাক্ষ করে বিপাকে বিজেপি নেতা

তবে বিহারের নির্বাচনে মামদানির নেহেরু বন্দনাই তিনি তুলে ধরেন। একটি সভামঞ্চ থেকে প্রিয়াঙ্কা দাবি করেন, বিজেপির নেতারা দাবি করেন দেশে যা খারাপ হয়েছে জওহরলাল নেহেরুর জন্য হয়েছে। আজ আমেরিকায় (USA) এক মার্কিন নাগরিক নির্বাচন জিতেছেন। সেখানে জয়ের পরে তিনি জওহরলাল নেহেরুর (Jawaharlal Nehru) সুনাম করছেন। আর এখানে, তাঁর নিজের দেশে বিজেপির নেতারা প্রতিদিন নেহেরুর অপমান করছে।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...