Friday, November 14, 2025

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

Date:

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয় নজর রাখছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু  FSDL  সহ কোনও কোম্পানি বিড জমা না পড়ায় এই সিদ্ধান্ত নিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

আগামী ১০ তারিখ থেকে প্র্যাকটিস ডেকেছিল। আইএসএল নিয়ে সংকটে অনির্দিষ্টকালের জন্য প্র্যাকটিস স্থগিত।আইএসএল আয়োজনের জন্য প্রথমে ৫ নভেম্বর বিড পেপার জমা দেওয়ার শেষ দিন রেখেছিল ফেডারেশনের টেন্ডার কমিটি। পরে সেটা বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়। কিন্তু দু’দিন বাড়ানোর পরও এফএসডিএল-সহ কোন সংস্থা আইএসএলের জন্য বিড করেনি। ফলে আদৌও চলতি মরশুমে টুর্নামেন্ট হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে।

মোহনবাগান সুপার কাপ , এসিএল থেকে ছিটকে গিয়েছে। সামনে কোনও টুর্নামেন্ট নেই। ফলে আপাতত অনুশীলন হবে না। এমনকি এফএসডিএল আইএসএল আয়োজন না  করলে আদৌও কতগুলি ফ্র্যাঞ্চাইজি দল রাখে তা নিয়েও প্রশ্ন উঠছে।

জাতীয় দলের ফুটবলার ছাড়া নিয়েও বিবৃতি দিয়েছে মোহনবাগান, স্পষ্ট করে জানানো হয়েছে ফিফা উউন্ডো ছাড়া অন্য কোনও টুর্নামেন্টে খেলতে গিয়ে চোট লাগলে তার জন্য টাকা ফেডারেশন দেয় না। কিন্তু আসন্ন ফিফা উইন্ডোতে কোনও মোহনবাগান ফুটবলারকে ডাকা হয়নি জাতীয় শিবিরে।

এ দিকে কোনও ভাবে যদি আইএসএল শুরু হলেও  মোহনবাগান কোচের পদে নাও থাকতে পারে মোলিনা। কারণ সুপার কাপের ডার্বিতে ড্র করার পর মোলিনার বক্তব্যে চটেছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি তাঁর টিম পরিচালনা নিয়েও উঠেছে প্রশ্ন। সার্জিও লোবেরা বিকল্প কোচ হিসাবে তালিকায় আছেন কর্তাদের।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version