বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র ফল প্রকাশে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো ২০১৬ এসএসসি-র (SSC) প্যানেল বাতিল হওয়ার পরে পুরো নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বরের (December) মধ্যে সম্পন্ন করতে হবে। তারই দ্বিতীয় ধাপ হিসাবে শুক্রবার প্রকাশিত হল এসএসসি-র একাদশ-দ্বাদশের (XI-XII) ফল। ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়িত করার পদক্ষেপ, দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)।

১৪ সেপ্টেম্বর এসএসসি-র একাদশ-দ্বাদশের যে পরীক্ষা হয়েছিল শুক্রবার সন্ধ্যায় তার ফল প্রকাশিত হয়। এসএসসি-র তরফে জানানো হয়, ওইদিন ৩৫টি বিষয়ের উপর পরীক্ষা হয়। মোট ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা দেন ২,২৯,৬০৬ জন। এর পরবর্তী পদক্ষেপ ইন্টারভিউ (interview)। তার জন্য পরীক্ষার্থীদের তথ্য যাচাই প্রক্রিয়া চলবে। সেই দিনটিও বিজ্ঞপ্তি আকারে জানানো হবে। তথ্য যাচাইয়ের পরে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশিত হবে।

এসএসসি-র ফল প্রকাশে এসএসসি কর্তৃপক্ষের দায়বদ্ধতার পাশাপাশি যথাযথ পদক্ষেপ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও অভিভাবকত্বে, রাজ্য ও জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আজ নতুন আশার দ্বার উন্মোচন করলো। এই ফল প্রকাশ কেবলমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং ডিসেম্বরের (December) মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা — এক প্রতিশ্রুতির পূর্ণতা।

আরও পড়ুন: তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের প্রতি শিক্ষামন্ত্রীর বার্তা, চাকরি হারা শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে রাজ্য সরকারের আন্তরিক বার্তা — আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার সর্বতোভাবে আপনাদের পাশে আছে। প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে এবং আস্থা রাখুন এই প্রত্যয়ে যে,আপনার অপেক্ষা, যোগ্যতা ও নিষ্ঠার মূল্য রাজ্য সর্বদা সম্মান করবে।

–

–

–

–

–

