সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর চত্বরে নিজের ওপর গুলি চালানোর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় দিল্লি (Delhi) পুলিশ (Police)। ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির কোনও পরিচয় এখনও পাওয়া যায়নি। গোটা বিষয়টি তদন্ত নেমেছে দিল্লি পুলিশ।
জানা গিয়েছে, এদিন সকালে যন্তরমন্তর (Jantan Montar) চত্বরে সাধারণ মানুষের সঙ্গে পর্যটকদেরও ভিড় বেশ ভালোই হয়েছিল। হঠাৎ গুলির শব্দে চমকে ওঠেন সকলে। কিছু বোঝার আগেই অনেকে আতঙ্কে পালিয়ে যান এলাকা থেকে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যন্তরমন্তরের মতো হাইসিকিউরিটি জোনে (High Security Zone) আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ব্যক্তি কী করে এলেন। তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? প্রত্যক্ষদর্শীদের মতে, মেটাল ডিটেক্টর আর্চওয়ের কাছে একটি চায়ের দোকানের কাছে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ করে একটি আগ্নেয়াস্ত্র বের করে নিজেকে তাক করেন তিনি এবং নিমেষের মধ্যেই গুলি চালান।
সূত্রের খবর, ফরেনসিক দল ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র খতিয়ে দেখছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
–
–
–
–
–
–
–
