অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করে। আদালত সূত্রে খবর, সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে শিক্ষক নিয়োগ মামলার আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপরই আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশ দেয়। জামিনের শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা দিতে বলা হয়, যা ইতিমধ্যেই জমা পড়েছে বলে জানা গেছে। এখন আদালতের রিলিজ অর্ডার আলিপুর আদালতের সিজেএমের এজলাস হয়ে প্রেসিডেন্সি জেলে পৌঁছলে মুক্তি পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

২০২২ সালের ২২ জুলাই শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি ও সিবিআই উভয় সংস্থা তদন্ত শুরু করে। এরপর একের পর এক মামলায় জামিন পেলেও কিছু মামলায় অনুমতি না মেলায় এতদিন মুক্তি পাননি তিনি। গত সেপ্টেম্বর মাসে কলকাতা হাই কোর্টে জামিন পান পার্থ। পরে সুপ্রিম কোর্টে যান তিনি। সেখান থেকে নির্দেশ দেওয়া হয়— সিবিআইয়ের দেওয়া আটজন সাক্ষীর জবানবন্দি শেষ না হলে জেলমুক্তি নয়।

দুই মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সোমবার সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আর কোনও আইনি বাধা থাকছে না তাঁর মুক্তিতে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই মামলায় অভিযুক্ত এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও জামিন পেয়েছেন। তিনি বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের অনুমতি মিললেই তিনিও মুক্তি পাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন- জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

_

_

_

_

_

_
_


