Friday, November 14, 2025

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ? প্রশ্নের উত্তর নেই বহু মানুষের কাছে। তার জেরে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কেউ বা অসুস্থ ছিলেন। গোদের উপর বিষফোঁড়ার মতো এসআইআর-এর (SIR) কারণে প্রবল মানসিক চাপে মৃত্যু হচ্ছে অনেকের। এবার সেই তালিকায় নদিয়ার (Nadia) তাহেরপুরের (Taherpur) বাসিন্দা এক বৃদ্ধ। এসআইআর আতঙ্কেই (SIR fear) বৃদ্ধের মৃত্যু বলে দাবি পরিবারের।

নদিয়ার তাহেরপুরের পাহাড়পুর পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মণ্ডলপাড়ার বাসিন্দা শ্যামল সাহা পেশায় ছিলেন ফেরিওয়ালা (vendor)। পরিবারের তাঁর স্ত্রী ছাড়াও দুই ছেলে ও দুই বৌমা রয়েছে। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখেন তাঁর নাম সেখানে নেই। তারপর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি, এমন দাবি শুধু তাঁর পরিবারের নয়, প্রতিবেশীরাও এমনটাই দাবি করছেন।

আগে থেকে শ্বাসকষ্টের রোগী ছিলেন শ্যামল সাহা। আর এই এসআইআর আতঙ্ক (SIR fear) তাতে তাঁকে আরও অসুস্থ করে তুলেছিল। ক্রমশ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তাঁর। নিজের পাশাপাশি ছেলের ভবিষ্যৎ নিয়েও চিন্তায় ছিলেন তিনি।

আরও পড়ুন: এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

বাংলাদেশে জন্ম হলেও প্রায় ৩০ বছর আগে ভারতে চলে আসেন তিনি। তাঁর ভোটার কার্ড, আধার কার্ড তো ছিলই। সেই সঙ্গে ২০০২ সালে তাঁর জমির দলিলও ছিল। তাও নাম নেই ভোটার তালিকায়। ফলে দুশ্চিন্তা তাঁর পিছু ছাড়ছিল না। সেই আতঙ্কেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version