কয়েকদিন পরই ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার কোনও দলই অনুশীলন করেনি। তবে সকালে ইডেনের পিচ দেখে যান টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। ২০১৯ সালের পর টেস্ট ম্যাচ ফিরছে ইডেনে। সোমবার বিকেলে মাঠে গিয়ে সব দিক খতিয়ে দেখেন সৌরভ(Sourav Ganguly)।
এই সিরিজে ভারতকে এগিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মহারাজ বলেন, ভারত ফেভারিট এই সিরিজে , “এই দলটি ইংল্যান্ড এ ভালো খেলেছে। আমরা দেখেছি পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলেছে এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন দল। ভারত কিন্তু দেশের মাঠে এগিয়ে। ইডেনে পিচ ভালো হবে। ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।”
পাশাপাশি শামির পক্ষে সওয়াল করেন সৌরভ। মহারাজ বলেন, “শামির সঙ্গে নির্বাচকদের কি কথা হয়েছে। তবে শামি কিন্তু ভারতের হয়ে এখন খেলতে পারে। ও যথেষ্ট ফিট আছে। ওডিআই টেস্ট বা টি২০ সব ফর্ম্যাটেই খেলতে পারে।”
১০ নভেম্বর দিনটা সৌরভের কাছে একটা নস্টালজিয়া। কারণ এই দিনে ভারতীয় দলে অধিনায়কত্ব এর অভিষেক হয়েছিল । এই প্রসঙ্গে সৌরভ বলেন, “আজ থেকে ২৫ বছর আগে এই দিনটিতে অধিনায়ক হয়েছিলাম। এই ২৫ বছরে ক্রিকেট অনেক বদলে গিয়েছে টি20 আইপিএল, এসেছে। অনেক নতুন প্রতিভা উঠে আসছে। আমি খুশি ক্রিকেটের এমন উত্তরণে।”
সোমবার শহরের একটি অভিজাত হোটেলে বেসরকারি সংস্থার অনুষ্টানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। AI সহায়ক কোচিং আপের উদ্বোধন করেন। বর্তমান বিশ্বে প্রযুক্তি বদলে দিয়েছে। যার প্রভাব পড়েছে ক্রিকেটও। এই প্রসঙ্গে সৌরভ বলেন, “প্রযুক্তি আসায় অনেক সুবিধা হয়েছে, সবাই তার শক্তি দুর্বলতা জানতে পারছে বুঝতে পারছে। প্রত্যেকের নিজের মত করে নিজেদের বুঝতে পারছে এটা দারুন বিষয়।প্রত্যেককের নিজস্ব স্টাইল আসবে। সেটা মেসি হোক বা পেলে।”
–
–
–
