Thursday, November 13, 2025

পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi) হরিয়ানা এলাকায়। তা সত্ত্বেও বিস্ফোরণ, প্রাণহানি। আর প্রতিবারই নিরাপত্তায় ডাহা ফেল করার পরও মন্ত্রীত্বে পাশ করে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আবার আশ্চর্যজনকভাবে প্রতিটি বিস্ফোরণের (blast) সময়ে বা পরে বিদেশ সফরে কার্যত পালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার বিস্ফোরণের পরই মঙ্গলে ভুটান সফরে (Bhutan tour) মোদি। দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপির সরকারকে তোপ বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের।

দেশের যে কোনও প্রান্তে বিস্ফোরণের পরে এবার সরাসরি হামলা রাজধানীতে (capital)। গোটা দেশের নজর নির্বাচন, এসআইআর থেকে সোজা বিস্ফোরণস্থলে। পহেলগাম হামলার (Pahalgam attack) পরেই নাশকতা রুখতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী (Home Minister) অমিত শাহর পদত্যাগ (resignation) দাবি করেছিল বাংলার শাসকদল তৃণমূল। দিল্লির বিস্ফোরণের পরে দাবি করা হল, প্রতিবার জাতির রক্তক্ষয়। প্রতিবার সেই একই ব্যক্তি, অমিত শাহ (Amit Shah), দাগমুক্ত হয়ে বেরিয়ে আসেন, ঘটনার একফোঁটাও দায়ভার বহন করেন না। যে কোনও স্বরাষ্ট্র মন্ত্রী যাঁর বিবেক রয়েছে, এতদিনে পদত্যাগ (resign) করতেন।

আরও পড়ুন: রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

অমিত শাহর নির্লজ্জতার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্লজ্জতাকেও তোপ তৃণমূলের। দাবি করা হয়, প্রধান সেবক নরেন্দ্র মোদি বেশি ব্যস্ত বিদেশের মাটিতে ক্যামেরার সামনে পোজ দিত, যখন তাঁর নিজের দেশে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছেন। প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি নিরাপত্তার গাফিলতি, প্রতিটি নিরীহ মানুষের জীবনহানি স্পষ্ট করে দেয় বিজেপি সরকারের আমলে দেশের নিরাপত্তা ব্যবস্থার ভেঙে পড়ার ছবিটা।

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...
Exit mobile version