রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি ও ব্যাঙ্কের অডিট হবে সম্পূর্ণ অনলাইনে। এজন্য চালু করা হয়েছে নতুন প্ল্যাটফর্ম — ‘অনলাইন অডিট ম্যানেজমেন্ট সিস্টেম’। এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যের ২৩ হাজার ৫৭৪টি সমবায় সমিতি এক ছাতার তলায় আসবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই নতুন উদ্যোগের ফলে রাজ্য সমবায় ব্যাঙ্ক, জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক, আরবান সমবায় ব্যাঙ্ক এবং প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলির অডিট কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যাবে। ফলে আর্থিক কার্যকলাপের স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই দুর্নীতির সম্ভাবনাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেন নিয়ে নানা অভিযোগ উঠেছিল। অনেক সময় অডিটে অনিয়ম ধরা পড়লেও ব্যবস্থা নিতে দেরি হত। ফলে গ্রামীণ ও শহুরে স্তরে ছোট সঞ্চয়কারীরা ক্ষতিগ্রস্ত হতেন। নতুন অনলাইন ব্যবস্থার মাধ্যমে সেই সমস্যা মিটবে বলেই মনে করছে প্রশাসন।

রাজ্যের সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “আর্থিক লেনদেনে স্বচ্ছতা ধরা পড়ে অডিটে। নিয়মিত অডিট বাধ্যতামূলক। রাজ্যের সমবায় ব্যবস্থা এখন বিশাল আকার নিয়েছে, তাই অনলাইন অডিট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা সময়ের দাবি ছিল।” তিনি আরও জানান, এই সিস্টেমের তত্ত্বাবধানে রয়েছে রাজ্যের ডিরেক্টরেট অফ কো-অপারেটিভ অডিট।

পুরো প্রযুক্তিগত পরিকাঠামো তৈরি করেছে সরকারি সংস্থা ওয়েবেল। নতুন ব্যবস্থার ফলে প্রতিটি সমবায় ব্যাঙ্কের ব্যালেন্স শিট, অডিট রিপোর্ট, গাইডলাইন ও নিয়ম সম্পর্কিত তথ্য এখন অনলাইনে সহজলভ্য হবে। কোনও সমবায় সংস্থার অডিট না হলে সিস্টেম থেকেই স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

প্রশাসনিক মহলের মতে, এই উদ্যোগ রাজ্যের সমবায় ব্যবস্থায় এক বড় পরিবর্তনের সূচনা করবে। আর্থিক স্বচ্ছতা, দ্রুততা ও দায়বদ্ধতা— এই তিন ক্ষেত্রেই নতুন যুগের সূচনা ঘটবে বলে মনে করছে সরকার। এর ফলে সমবায় ব্যাঙ্কগুলিতে আর্থিক কেলেঙ্কারির আশঙ্কা অনেকটাই কমবে, উপকৃত হবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন- সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের

_

_

_
_


