Sunday, November 16, 2025

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

Date:

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian republic Day) দিন ছিল হামলার প্ল্যান, এমনটাই উঠে এল ফরিদাবাদ মডিউলে ধৃতকে জেরায়। ১০ নয়, ২৬ জানুয়ারি ছিল সেই দিন যেদিন দিল্লির প্রাণকেন্দ্রকে কাঁপিয়ে দেওয়ার ছক কষা হয়েছিল। প্ল্যান মাফিক চলেছিল লালকেল্লায় রেইকিও। আল ফালাহ মেডিক্যাল থেকে ধৃত চিকিৎসক মুজাম্মিলকে জেরা করেই উঠে এসেছে এমনই এক ভয়ানক বিষয়।

প্রসঙ্গত, ফরিদাবাদে দুটি বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলেন মুজাম্মিল। তার মধ্যে ধোজ এলাকার একটি বাড়িতে প্রায় ৩৬০ কেজি বিস্ফোরক রাখা হয়েছিল। ওই বাড়ির মালিককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মুজাম্মিল ১৩ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দু’মাসের জন্য একটি ঘর ভাড়া নেন। প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা হিসেবে ২ হাজার ৪০০ টাকা মিটিয়ে দেওয়া হয়। কিন্তু যেদিন নিজের জিনিসপত্র রেখে গিয়েছিলেন তারপর আর মুজাম্মিল ওই ঘরে আসেননি। ভাড়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার দিন দুয়েক আগে সেখানে পৌঁছয় পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমান বিস্ফোরক।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লালকেল্লার সামনে বিস্ফোরণে যুক্ত চিকিত্সক উমর মহম্মদের সঙ্গে মুজাম্মিলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দুজনই কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। ফরিদাবাদে বিশাল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের খবর পেয়ে পালিয়ে যান উমর। এরপর লালকেল্লার কাছে এসে বিস্ফোরণ ঘটান তিনি। মুজাম্মিলের ডেরা থেকে বেশিরভাগই অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক উদ্ধার হয়েছিল। লালকেল্লার সামনেও অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল ব্যবহৃত হয়েছিল বলে জানা গিয়েছে।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version