Thursday, November 13, 2025

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

Date:

Share post:

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে কবে, জানা যাবে বৃহস্পতিবার। সেই ঘোষণার আগেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি রাজধানী ঢাকায়। দলকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদ ও শেখ হাসিনার (Sheikh Hasina) শাস্তির দিন ঘোষণার সময় রাজধানী শহরকে দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনায় বৃহস্পতিবারই ঢাকায় (Dhaka) লকডাউনের (lock down) ঘোষণা করেছে আওয়ামী লিগ (Awami League)। ফলে এদিন বেলা বাড়লে ফের একবার উত্তপ্ত হওয়ার সম্ভাবনা বাংলাদেশের রাজধানী শহর।

শেখ হাসিনার সাজার দিন ঘোষণা হওয়ার দুদিন আগে থেকেই উত্তপ্ত বাংলাদেশে (Bangladesh)। মঙ্গলবার রাজধানী সংলগ্ন গাজীপুর, ময়মনসিংহ এলাকায় একাধিক বোমাবাজি (bombing) ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ময়মনসিংহে এক বাসচালক ও দুই যাত্রী বাসে আগুন লাগানোর কারণে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। অন্তত ১৭টি বাসে আগুন লাগানোর ঘটনা দেশের একাধিক জায়গায়। পেট্রোল বোমা ও ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ভারত থেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা সব মামলা পক্ষপাতদুষ্ট। তারই মধ্যে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (ICT) তাঁর সাজা ঘোষণার দিন ঘোষণা করবে। শেখ হাসিনার পাশাপাশি প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান খান ও তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনেরও সাজার দিন ঘোষণা হবে।

আরও পড়ুন: ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

তার আগেই অনলাইনে (online) কর্মী সমর্থকদের উজ্জীবিত করার কাজ করে চলেছে আওয়ামী লিগ (Awami League)। ইতিমধ্যেই বাইকে করে এসে বিভিন্ন এলাকায় হামলা চালানো কয়েকজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তাঁদের জিজ্ঞসাবাদ করে বৃহস্পতিবার কোনও রকম অশান্তি ঠেকানোর জোর প্রচেষ্টা ঢাকা মহানগর পুলিশের। রাজধানীতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সামরিক বাহিনী।

spot_img

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...