Monday, December 29, 2025

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

Date:

Share post:

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী রূপ নেয়। প্রতিবছর জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বহু মানুষ মৃত্যুবরণ করেন। এই মৃত্যুহার কমাতে যৌথ উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রবীণদের বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে। দেশজুড়ে চালুর আগে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় শুরু হচ্ছে এই প্রকল্প। বাংলায় ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লককে।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, সোনারপুরের ৬বি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে। প্রায় দেড় হাজার প্রবীণ নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। টিকা নেওয়া প্রত্যেক প্রবীণকেই বিমার আওতায় আনা হবে। ভ্যাকসিনের পর কোনও শারীরিক অসুবিধা বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলে, বিমার সুবিধার মাধ্যমে তার খরচ বহন করা হবে। এজন্য বিশেষ চিকিৎসক ও নার্সের দল নিযুক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, টিকাকরণের আগে এলাকায় প্রচার চালানো হবে। মানুষকে ভ্যাকসিনের গুরুত্ব বোঝাতে ও বিভ্রান্তি দূর করতে সচেতনতামূলক প্রচার চলবে।

স্বাস্থ্য সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিটি প্রবীণ নাগরিককে দুটি ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী দুই বছর তাঁদের স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হবে, যাতে ভ্যাকসিনের কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া মূল্যায়ন করা যায়। দেশের বিভিন্ন রাজ্যের রিপোর্ট বিশ্লেষণ করে স্বাস্থ্য মন্ত্রক পরবর্তী পদক্ষেপ ও সর্বভারতীয় পর্যায়ে প্রকল্প চালুর সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন- প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভারতে আক্রান্ত খ্রিস্টানরা: সরব পাকিস্তান, সাফাই দেওয়ার চেষ্টা ভারতের

প্রথমবার স্বাধীন পাকিস্তান সরকার সরকারিভাবে বড়দিন পালন করেছে ২০২৫ সালে। আর ঠিক সেই বছরেই প্রতিবেশী ভারতে একের পর...

ক্যানসার যুদ্ধে প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক

বছর শেষে দুঃসংবাদ টলিপাড়ায়। মারণরোগে মৃত্যু হল অভিনেত্রী শ্রাবণী বণিকের। শেষ কয়েক সপ্তাহ ধরে রাজারহাট ক্যান্সার হাসপাতালে ভর্তি...

চরম ঔদ্ধত্য! শুভেন্দুর কনভয়ের গাড়ির বেপরোয়া গতি, ধাক্কায় আহত মা-শিশু

চরম ঔদ্ধত্য! হেঁড়িয়া ক্রসিং মোড়ে বিজেপির (BJP) বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের (Convoy) বেপরোয়া গতি। কনভয়ে থাকা...

ভূগর্ভস্থ জল নিয়ে উদ্বেগ! সমীক্ষা শুরু ঝাড়গ্রামে 

কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের ১০টি ব্লককে ভূগর্ভস্থ জলস্তরের দিক থেকে সংকটজনক হিসেবে চিহ্নিত করার পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।...