Friday, November 14, 2025

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

Date:

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) শেষ দুপুরে এই সব নিয়ে অকপট সুরকার শান্তনু মৈত্র (Shantanu Moitra)। রবীন্দ্র সদনে (Rabindra Sadan) নিজের সুরেলা ক্যারিয়ার থেকে সিনেমায় গানের ভাবনার নেপথ্য কাহিনী নিয়ে জমিয়ে অরিন্দম শীলের (Arindam Sil) সঙ্গে এক ঘণ্টার আড্ডা দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার। জানালেন, সিনেমার লেন্স যেখানে থেমে যায় সেখান থেকেই শুরু হয় সুরের চলন যা মানুষের আত্মাকে ছুঁতে পারে। অবলীলায় জায়গা করে নেয় মনের মণিকোঠায়। 

৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) প্রতিদিন একাধিক সিনেমার পাশাপাশি সেমিনার, শিক্ষামূলক আলোচনার আয়োজন করা হয়। বৃহঃস্পতিবার সমাপ্তি পর্ব। এদিন রবীন্দ্র সদনে কোনও সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করা হয়নি। দুপুর সাড়ে বারোটায় মঞ্চে আসেন অরিন্দম শীল আর শান্তনু মৈত্র। শুরু হয় আলোচনা ‘When Music Becomes Cinema’ নিয়ে। দ্রুত বদলে যাচ্ছে সময়। চারপাশের সঙ্গে তাল মিলিয়ে সিনেমার ভাবনাতেও পরিবর্তন আসছে। মিউজিকে এর প্রভাব কতটা? 
শান্তনু বলেন, Change is the only constant, তাই একে মেনে নিতেই হবে। কিন্তু ভাবনাদের ডানা মেলার ক্ষেত্রে কখনই কোনও বাধা ছিল না। এই প্রসঙ্গে নিজের বিভিন্ন ট্যুরের কথা উল্লেখ করে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়া সেখান থেকে ভালো থাকা আর সুর সৃষ্টির রসদের কথা বলেন তিনি। আলোচনায় বারবার উঠে আসে ‘পরিণীতা’ থেকে ‘মুন্না ভাই’ প্রসঙ্গ। শান্তনু গিটার বাজিয়ে শোনান ‘আব কে সাওয়ান’।

আশ্বস্ত করলেন অটো টিউন বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোনদিনই শিল্পী বা শিল্পের উপর প্রভাব ফেলতে পারবে না। শান্তনুর কথায়, AI শিল্পের ভুল চিনতে পারে না সে শুধু প্রযুক্তি দিয়ে সবটা ঠিক করার চেষ্টা করে। কিন্তু গান – সুর তৈরির মাঝে থেকে যাওয়া ভুলগুলো আরও বেশি করে একে পারফেক্ট করার অনুপ্রেরণা দেয়। সবশেষে শান্তনুর সংযোজন,মিউজিক শুধু বিনোদন দেয় না মেসেজও দেয়। তাই সফলতার পেছনে না দৌড়ে সুরের আনন্দে বাঁচতে শেখা দরকার। সুরকারের সেই ভাবনার ঝংকারেই অনুষ্ঠানের শেষ লগ্নে রবীন্দ্র সদন মুখরিত। অরিন্দমের প্রশ্ন, সাফল্য আসলে কী?গিটারে কণ্ঠে শান্তনুর উত্তর ‘Give me some sunshine, Give me some Rain, Give me another Chance, I wanna grow up once again’।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version