Friday, December 5, 2025

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

Date:

Share post:

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড় হয় গোটা দেশ। মুম্বইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে বলিউডের তারকারা প্রায় সকলেই অভিনেতাকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ছোটে। মঙ্গলবার ১২ নভেম্বর সকালেই রটে যায় তাঁর মৃত্যুর খবর।

এরপরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই অভিনেতার পরিবার থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, রটে যাওয়া খবর মিথ্যে। তাঁকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার বন্দোবস্ত করে পরিবার। বুধবার হাসাপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।

কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় হাসপাতালের ভিতরের একটি ভিডিয়ো, যেখানে দেখা যায় ধর্মেন্দ্রকে আইসিইউ-র বিছানায় শুয়ে রয়েছেন। পাশে তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন। উপস্থিত ছিলেন সানির দুই পুত্র করণ দেওল ও রাজবীর দেওলও। দেখা যাচ্ছে, প্রথম স্ত্রী প্রকাশ কৌর কাঁদছেন, আর পরিবারের অন্যান্য সদস্যরাও শোকার্ত।

সূত্রের খবর, হাসপাতালের এক কর্মী এই ভিডিয়োটি রেকর্ড করেছিলেন। তিনিই সোশ্যাল মিডিয়ায় সেটি ফাঁস করেন। ওই কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কীভাবে ভিডিয়োটি শুট করা হয়েছিল এবং কারা এর সঙ্গে যুক্ত, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পরিবারের সদস্যরা যে এই বিষয়টি পছন্দ করছেন না, সেটা তাদের তরফে সোশ্যাল পোস্টে স্পষ্ট করা হয়েছিল বারবার। সানি নিজে জানিয়েছিলেন, “ধর্মেন্দ্রজি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাড়িতেই চিকিৎসা চলছে। আমরা বিনীত অনুরোধ করছি, তাঁর এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক। সকলের ভালবাসা ও শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ।” কিন্তু পারিবারিক গোপনীয়তাকে এতটাই অপমানিত হতে হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে যে বৃহস্পতিবার মেজাজ হারিয়ে সানি বলেন, “আপনাদের বাড়িতেও মা-বাবা, সন্তান আছে… লজ্জা করে না?”

spot_img

Related articles

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...