Thursday, January 15, 2026

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

Date:

Share post:

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার এলাকা থেকে এক মেডিক্যাল ছাত্রকে গ্রেফতার করল NIA। ধৃতের নাম নিশার আলম (Nisar Alam)। জানা গেছে রাজধানীর বিস্ফোরণ কাণ্ডে যে বিশ্ববিদ্যালয়ের নাম বারবার উঠে এসেছে সেই ফরিদাবাদের (Faridabad) আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিশার। এর আগে বিস্ফোরণ কাণ্ডে এই শিক্ষাপ্রতিষ্ঠানে তিনজন ডাক্তারের সরাসরি যোগাযোগ পাওয়া গেছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে শুক্রবার বাংলার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।যদিও ডাক্তারি পড়ুয়ার সঙ্গে এই বিস্ফোরণের যোগসূত্র কী তা খোলসা করছে না কেন্দ্রীয় সংস্থা (National Investing Agency)। ধৃতের পরিবারের দাবি তাদের বাড়ির ছেলে কোনও অন্যায় কাজের সঙ্গে যুক্ত নয়।

রাজধানী নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লালকেল্লা সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় উঠে এসেছে জঙ্গি যোগ। সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন করার বড় বড় বুলি আওড়ানো কেন্দ্রীয় সরকারের নাকের ডগায় এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ আগে থেকে কোনও আঁচ করতে পারলেন না কেন্দ্রীয় গোয়েন্দা থেকে উচ্চপদস্থ আধিকারিকরা। এই দিয়ে ইতিমধ্যেই বিরোধীরা তোপ দেগেছেন। এরই মধ্যে বাংলার ছেলের গ্রেফতারিতেও রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন অনেকে। ধৃতের পরিবার ও স্থানীয় সূত্রের খবর, নিশারের স্থায়ী ঠিকানা পাঞ্জাবের লুধিয়ানা হলেও তাঁদের পৈতৃক বাড়ি ডালখোলা থানার কোনাল গ্রামে। কয়েক দিন আগে এক আত্মীয়ের বিয়েতে মা ও বোনকে নিয়ে কোনালে এসেছিলেন তিনি। আর সেই সময়ই আচমকা দিল্লির বিস্ফোরণ তদন্তে নাম জড়িয়ে যাওয়া কি কাকতালীয় নাকি উদ্দেশ্যপ্রণোদিত? তদন্তকারী সংস্থা কিছুই স্পষ্ট করে জানাচ্ছে না। একদিকে এনআইএর তরফে ধৃতের ফোন রেকর্ড থেকে শুরু করে সহপাঠীদের পাঠানো মেসেজ খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে কোনাল গ্রাম প্রতীক্ষায়। নির্দোষ বলে বাড়ি ফিরবেন নিশার? নাকি তদন্ত অন্য দিকে মোড় নেবে? আদৌ কি উত্তর দিনাজপুরের মেডিক্যাল পড়ুয়া কোনওভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত নাকি তাঁকে ফাঁসানো হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

 

spot_img

Related articles

রণক্ষেত্র চাকুলিয়া! SIR-এর নামে হয়রানির অভিযোগে ভাঙচুর BDO অফিসে 

SIR শুনানির জেরে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লক! বৃহস্পতিবার চাকুলিয়ার কাহাটা এলাকায় শুনানি নোটিশের নামে সাধারণ মানুষকে অযথা...

ED অর্ধসত্য বলছে, মুখ্যমন্ত্রী শুধু দলীয় নথি নিয়েছেন, আদালতে জানালেন সিব্বল

আইপ্যাক অভিযান মামলায় ইডি (ED raid in IPAC case hearing) সম্পূর্ণ সত্যি কথা বলছে না, শীর্ষ আদালতের শুনানিতে...

IPAC মামলা: তল্লাশি শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর ইডির মেইল কেন, প্রশ্ন সিংভির

আইপ্যাকে ইডির তল্লাশি অভিযান (ED raid in IPAC) কি রাজ্য প্রশাসনের কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল? তা...

T20 WC: ধাক্কা ভারতীয় শিবিরে, তারকা অল রাউন্ডারের বিকল্প হতে পারেন কে?

বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। একদিনের সিরিজের পর এবার নিজল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ...