Sunday, November 16, 2025

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

Date:

Share post:

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার কারণে দিন তিনেক আগে অস্ত্রোপচার। শুক্রবার মধ্যরাতে সব শেষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার সকালে মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে কন্যা দামিনী বেণী বসু লেখেন, “চিরন্তন আনন্দ, মা…”। খবর প্রকাশ্যে আসার পর থেকেই স্তব্ধ নাট্যজগত। প্রবীণা অভিনেত্রীর প্রয়াণে বাংলা থিয়েটারে যেন এক অধ্যায়ের সমাপ্তি।

বেথুন কলেজিয়েট স্কুলের কৃতী প্রাক্তনী ভদ্রা বসু মঞ্চ থেকে পর্দা, অভিনয় জগতে নিজের সাবলীল স্বকীয় ছাপ প্রতিষ্ঠিত করেছেন। অতি সম্প্রতি সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ ও অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ‘বেলা’ ছবিতে বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল তাঁর। সেই সময় অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রে কিছু সমস্যা ছিল। ওষুধের মাধ্যমে সুস্থ করার চেষ্টা চলছিল। এরপর আচমকা বাড়িতে অজ্ঞান হয়ে যাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে অপারেশন করানো হয়। কিন্তু মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণেই সব শেষ। ইহজগতের মায়া কাটিয়ে পরলোকের পথে পাড়ি দেন প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী।

‘গওহরজান’-এর চলে যাওয়া মেনে নিতে পারছেন না প্রাক্তন জামাই সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)। অভিনেতার কথায়, “দ্বিতীয়বার মাকে হারালাম।” দামিনীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেও সদ্যপ্রয়াত ভদ্রার সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। নিমতলা ঘাটে নাট্যপরিচালক-অভিনেত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অভিনেতা। সোহন বন্দ্যোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংহ মিত্র-সহ মঞ্চ এবং পর্দার অভিনেতারাও শোক প্রকাশ করেছেন।

 

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...