Sunday, December 7, 2025

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

Date:

Share post:

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার কারণে দিন তিনেক আগে অস্ত্রোপচার। শুক্রবার মধ্যরাতে সব শেষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার সকালে মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে কন্যা দামিনী বেণী বসু লেখেন, “চিরন্তন আনন্দ, মা…”। খবর প্রকাশ্যে আসার পর থেকেই স্তব্ধ নাট্যজগত। প্রবীণা অভিনেত্রীর প্রয়াণে বাংলা থিয়েটারে যেন এক অধ্যায়ের সমাপ্তি।

বেথুন কলেজিয়েট স্কুলের কৃতী প্রাক্তনী ভদ্রা বসু মঞ্চ থেকে পর্দা, অভিনয় জগতে নিজের সাবলীল স্বকীয় ছাপ প্রতিষ্ঠিত করেছেন। অতি সম্প্রতি সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ ও অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ‘বেলা’ ছবিতে বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল তাঁর। সেই সময় অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রে কিছু সমস্যা ছিল। ওষুধের মাধ্যমে সুস্থ করার চেষ্টা চলছিল। এরপর আচমকা বাড়িতে অজ্ঞান হয়ে যাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে অপারেশন করানো হয়। কিন্তু মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণেই সব শেষ। ইহজগতের মায়া কাটিয়ে পরলোকের পথে পাড়ি দেন প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী।

‘গওহরজান’-এর চলে যাওয়া মেনে নিতে পারছেন না প্রাক্তন জামাই সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)। অভিনেতার কথায়, “দ্বিতীয়বার মাকে হারালাম।” দামিনীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেও সদ্যপ্রয়াত ভদ্রার সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। নিমতলা ঘাটে নাট্যপরিচালক-অভিনেত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অভিনেতা। সোহন বন্দ্যোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংহ মিত্র-সহ মঞ্চ এবং পর্দার অভিনেতারাও শোক প্রকাশ করেছেন।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকগ্রাম মুখরিত, শুরু লোকসংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

রাজ্যের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে আরও উজ্জ্বল করে তোলার লক্ষ্যে লোকগ্রামে শুরু হল লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের...

‘পুরুষের গর্ভে’, উৎপল সিনহার কলম

টেনিদা যখন গড়গড়ির নলটা মুখে পুরে বসে আছে , আর সিন্ধুঘোটক যেন ' অর্ডার অর্ডার ' বলে চেঁচাচ্ছে...

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...