Friday, January 16, 2026

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

Date:

Share post:

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar SIR) প্রক্রিয়া চলাকালীন বারবার তা প্রমাণিত হয়েছে। এবার নির্বাচনের ফলাফলের পরে কমিশনের তথ্যে প্রমাণ হল কারচুপি। এক লাফে ভোটের আগে যে সংখ্যক ভোটার (voter) ছিল, তার থেকে ভোটের ফলাফলের সময় ভোটার বেড়ে গেল তিন লক্ষ। এবার তা নিয়েই প্রশ্ন তুলে সরব মহাজোট (Mahagatbandhan)।

নির্বাচন কমিশন (Election Commission) বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণা করে ৬ অক্টোবর। সে সময় বিজ্ঞপ্তি আকারে ভোটার সংক্রান্ত তথ্য পেশ করা হয়। সেই তথ্য জানাচ্ছে, বিহারের মোট ভোটার সংখ্যা ৭.৪২ কোটি। যার মধ্যে মহিলা ভোটার ৩,৪৯,৮২,৮২৮ জন।

নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে ১৪ নভেম্বর। তার আগে ভোটদানের সর্বশেষ তথ্য কমিশন পেশ করেছে ১১ নভেম্বর, নির্বাচনের দ্বিতীয় দফার (second phase) ভোটের শেষে। তাতে দেখা যাচ্ছে, বিহারে ভোট দিয়েছেন ৭ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজারের বেশি ভোটার। এসআইআর-এর পরে কমিশন প্রকাশিত মোট ভোটারের সংখ্যার থেকে যা প্রায় ৩ লক্ষ বেশি!

এখানেই শেষ নয়। কমিশন দাবি করছে ১৯৫১ সাল থেকে বিহারে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এবারেই সর্বোচ্চ ভোটদান হয়েছে, যা ৬৬.৯১ শতাংশ। অর্থাৎ যে ৭ কোটি ৪৫লক্ষের বেশি মানুষ ভোট দান করেছেন তাঁরা ১০০ শতাংশ ভোটার নন। তাঁরা মাত্র ৬৬ শতাংশের কাছাকাছি। অর্থাৎ এটা স্পষ্ট, মোট ভোটার আরও অনেক বেশি।

সেখানেই দেখা যাচ্ছে, যে মহিলা ভোটারদের ভোটে বাঁধভাঙা জয়ের সাক্ষী থাকতে পেরেছে এনডিএ জোট, সেই মহিলা ভোটার সংখ্যায় কতটা গরমিল। নির্বাচন শেষে দেখাচ্ছে মহিলা ভোটার (female voter) ভোট দিয়েছেন ৩ কোটি ৫১ লক্ষের বেশি। অর্থাৎ এসআইআর-এর (Bihar SIR)  পর প্রকাশিত ভোটার তালিকার থেকে প্রায় ২লক্ষ মহিলা ভোটার বেশি!

সেখানেই ফের কমিশনের তৈরি করা ভূতুড়ে ভোটারের তত্ত্ব প্রকাশ্যে চলে এল। কমিশন আজ পর্যন্ত এর কোনও ব্যাখ্যা দিতে পারেনি, কীভাবে ভোটের আগের ভোটারের সংখ্যার থেকে ভোটের পরে ভোটার সংখ্যা মাত্র ১ মাস ৫ দিনের ব্যবধানে কয়েক লক্ষ বেড়ে গেল। আবার ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট চুরির কমিশনের কৌশল যে বিজেপির পক্ষে কাজ করে গেল, তা বিহার নির্বাচনে প্রমাণিত হল।

আরও পড়ুন : ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

ইতিমধ্যেই নির্বাচনে হারের জন্য কংগ্রেস (Congress), আরজেডি (RJD) কমিশনের কারচুপিকে দায়ী করেছে। তবে বামেরা ভোটার সংখ্যার এই বিস্তর গরমিলকে প্রকাশ্যে তুলে ধরেছে। সিপিআইএমএল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya) কমিশন প্রকাশিত দুটি বিজ্ঞপ্তি তুলে ধরে কমিশনের কারচুপি প্রকাশ করেছেন। জোট হিসাবে এবার এই একই ইস্যুতে সরব কংগ্রেসও। নির্বাচন কমিশন অবশ্য এই কারচুপির কোনও ব্যাখ্যা এখনও দিতে পারেনি।

spot_img

Related articles

নতুন বছরেই বাড়ল সম্পত্তির পরিমাণ, বড় বিনিয়োগ বিরুষ্কার

সম্পত্তির পরিমাণ ক্রমশ বাড়াচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli), ইতিমধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু তাতেও...

বাংলায় বলায় ‘বাংলাদেশি’ তকমা, মুর্শিদাবাদের যুবককে ঝাড়খণ্ডে খুনের প্রতিবাদে উত্তাল বেলডাঙ্গা

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার যুবককে বাংলাদেশি তকমা! ঘর থেকে উদ্ধার আলাউদ্দিন শেখ (Alauddin Shaikh) নামে মুর্শিদাবাদের...

বাড়ল এসআইআরে অভিযোগ জমা নিষ্পত্তির সময়সীমা 

বাংলার শাসকদলের (TMC) অভিযোগ সত্যি বলে প্রমাণিত হল। এসআইআরের (SIR) জন্য নির্ধারিত সময়সীমা যে যথেষ্ট নয় তা বুঝে...

আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, জেলায় জেলায় রেকর্ড পারদ পতন 

শুক্রবার সকালে নিম্নমুখী তাপমাত্রা, ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। মহানগরী-সহ কলকাতার সর্বত্র কুয়াশার...