Wednesday, December 10, 2025

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

Date:

Share post:

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির (RJD)। একদিকে পরাজিত আরজেডি প্রার্থীরা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অন্যদিকে পরিবারের মেয়েরা অস্বস্তি বাড়িয়েছে আরজেডি প্রধানের। রোহিনী আচার্য (Rohini Acharya) পরিবারকে ছাড়ার বার্তা দেওয়ার পরে লালু প্রসাদের (Lalu Prasad Yadav) চার মেয়েও শহর ছাড়লেন। যদিও এত কিছুর পরেও খোঁজ মিলছে না আরজেডির মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবের (Tejaswi Yadav)।

১৪ নভেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকেই লালু প্রসাদ যাদবের পরিবারের অশান্তি প্রকাশ্যে চলে এসেছে। নির্বাচনের আগে থেকেই রোহিনী সরব ছিলেন আরজেডির নেতা সঞ্জয় যাদব এবং ভাই তেজস্বীর বিরুদ্ধে। এই একই ক্ষোভ প্রকাশিত হয় নির্বাচনের ফলাফল (Bihar election result) প্রকাশের পর। এমনকি শহর ছেড়ে মুম্বই চলে যান রোহিনী।

রবিবার বেশি রাতে প্রায় একইভাবে শহর ছাড়লেন লালুর আরও চার কন্যা। রবিবার আরজেডি নেত্রী মিশা ভারতীর সঙ্গে দেখা করেন রাগিনী যাদব, ছন্দা যাদব এবং রাজলক্ষ্মী যাদব। এর পরই তাঁদের পাটনা বিমানবন্দর থেকে দিল্লীতে রওনা দিতে দেখা যায়। এর কিছু পরে লালুর আরেক কন্যা হেমা যাদবকেও পাটনা হয়ে দিল্লি রওনা দিতে দেখা যায়।

আরও পড়ুন : বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

রোহিনী (Rohini Yadav) যেভাবে আরজেডির বিরুদ্ধে সরব হয়ে শহর ছেড়েছিলেন, লালুর বাকি চার কন্যাকে সেভাবে শহর ছাড়তে দেখা যায়নি। যদিও রোহিনী জানিয়েছিলেন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও বাবা-মা অর্থাৎ লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর সঙ্গে তাঁর সম্পর্কে কোনও অবনতি হয়নি। তাঁদের বিরুদ্ধে অসম্মানের কোনও অভিযোগ রোহিনী তোলেননি।

spot_img

Related articles

নিয়ম না মানায় তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিসের বার- মিউজিক! 

শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের...

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...