টুকলি করতে করতে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেল বিজেপি। কন্যাশ্রীর নকল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নকল হয়েছে। এবার সরাসরি মা ক্যান্টিনের নকল করে ফেলল মোদি-শাহর বিজেপি।

দিল্লির ১০০টি এলাকায় দিনে দু’বার করে ৫০০ জন, অর্থাৎ মোট হাজার মানুষের খাবারের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এর পরেই তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে যে বাংলার ‘মা ক্যান্টিন’-কে নকল করেই বিজেপি এই প্রকল্প শুরু করেছে। দলটির বক্তব্য, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার— বিভিন্ন সামাজিক প্রকল্পের পর এবার সরাসরি মা ক্যান্টিনের আদল কপি করেছে বিজেপি। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে যে ভাবনা বাস্তবায়িত করেছিলেন, বিজেপি এখন তা অনুসরণ করছে। তাঁদের অভিযোগ, এটি রাজনৈতিক সুবিধা অর্জনের উদ্দেশ্যে করা একটি পদক্ষেপ।

আরও পড়ুন – বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায়

_

_

_

_

_

_

_
_


