অগাস্ট মাসেই রাজ্যে ১০০ দিনের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া ও কাজ পুনরায় চালুর বিষয়ে আদালতের স্পষ্ট বার্তার পরও কেন্দ্রীয় সরকার (Central Government) কোনও কার্যকর উদ্যোগ না-নেওয়ায় অবশেষে আদালতের শরণাপন্ন হল খেতমজুর ইউনিয়ন।
সোমবার হাইকোর্টে (Calcutta High Court) একটি আবেদন জমা দিয়ে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রের নিষ্ক্রিয়তায় রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক আর্থিক সংকটে পড়েছেন। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালত পর্যবেক্ষণে জানায়, কেন্দ্র নির্দেশ পালন না-করলে ইউনিয়ন চাইলে আদালত অবমাননার মামলা দায়ের করতে পারে।
আরও পড়ুন : এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের
গত ৭ নভেম্বর কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল আদালতকে আশ্বস্ত করেছিলেন যে, ১০০ দিনের প্রকল্পে বকেয়া নিষ্পত্তি এবং কাজ নিয়মিত করার বিষয়ে কেন্দ্রীয় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেবে। হাইকোর্ট তখন কেন্দ্রকে ‘‘আইনের ব্যাখ্যা না-দিয়ে বাস্তবিক প্রক্রিয়া শুরু করতে’’ পরামর্শ দিয়েছিল। কিন্তু আদালতের মতে সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি। ইউনিয়নের দাবি, কাজ বন্ধ থাকার ফলে শ্রমিক পরিবারগুলির উপর তীব্র আর্থিক চাপ তৈরি হয়েছে। তাই আদালতের হস্তক্ষেপ ছাড়া কোনও উপায় নেই। মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করবে ডিভিশন বেঞ্চ।
–
–
–
–
–
–
