বাংলা ও তামিলনাড়ুর পথে হেঁটে এবার SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করল কেরালার বিজয়ন সরকার (Kerala Government)। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর পিছনোর দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তারা।
দেশের মধ্যে একমাত্র বামশাসিত রাজ্যে কেরালা (Kerala)। মুখ্যমমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) শাসিত সরকারের যুক্তি, সেখানে এখন পুরসভাগুলির নির্বাচন পর্ব চলছে৷ এই সময়ে রাজ্যে এসআইআর করা হলে রাজ্যে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হবে৷ কেরালা সরকার জানিয়েছে, এসআইআর– এর জন্য ১,৭৬,০০০ সরকারি কর্মী এবং আরও ৬৮,০০০ পুলিশ কর্মী প্রয়োজন। এদিকে ৯ এবং ১১ ডিসেম্বর পুরসভা নির্বাচনের জন্যেও বহু সংখ্যক কর্মীর প্রয়োজন। একই সঙ্গে এই দুটি ‘বড় প্রক্রিয়া’ চালানো ‘প্রায় অসম্ভব’।
সোমবার কেরালা এক বিএলও-র আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনা সামনে আসার পরেই এসআইআরের কাজ বয়কটের ডাক দিয়েছেন রাজ্যের বিএলও-রা।
আরও খবর: অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা
এসআইআর পিছনোর দাবিতে ৫ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকেও চিঠি পাঠিয়েছিল কেরালা সরকার (Kerala Government)। কিন্তু সেই চিঠির উত্তর মেলেনি। এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তারা। ২৬ নভেম্বর এসআইআর সংক্রান্ত মূল মামলার শুনানির সঙ্গেই হতে পারে কেরালা সরকারের দায়ের করা মামলার শুনানি৷
–
–
–
–
–
–
