Saturday, December 13, 2025

লালবাজারে বড়সড় রদবদল, বদলি হলেন ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক

Date:

Share post:

লালবাজারে পুলিশের ইন্সপেক্টর স্তরে বড় রদবদল। বৃহস্পতিবার ২১ জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শহর জুড়ে প্রশাসনিক কাজকর্ম আরও মসৃণ করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায়কে তালতলা থানার ওসি করা হয়েছে। সিঁথি থানার অতিরিক্ত ওসি মণীশ মজুমদার হলেন উল্টোডাঙা থানার ওসি। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায়কেও উন্নীত করে সেই থানারই ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি বিপুল বিশ্বাসকে পাঠানো হয়েছে ট্যাংরা থানার নতুন ওসি হিসেবে। মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি আশিস বসুকে করা হয়েছে উত্তর বন্দর থানার ওসি। অন্যদিকে ট্যাংরা থানার অতিরিক্ত ওসি রাজীব সরকার দায়িত্ব নেবেন মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি হিসেবে।

তালতলা থানার অতিরিক্ত ওসি প্রশান্তকুমার দাসকে পাঠানো হয়েছে পর্ণশ্রী থানায় অতিরিক্ত ওসি হিসেবে। বাঁশদ্রোণী থানার নতুন অতিরিক্ত ওসি হলেন দীপক মণ্ডল। প্রশান্তকুমার ঘোষ দায়িত্ব নেবেন ট্যাংরা থানার অতিরিক্ত ওসি হিসেবে। সাগর মুখোপাধ্যায় যোগ দেবেন টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি পদে।

মৃন্ময় মজুমদার হলেন উল্টোডাঙা থানার নতুন অতিরিক্ত ওসি। সিঁথি থানার অতিরিক্ত ওসি পদে নিয়োগ পেয়েছেন সুবীর সাহা। পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি প্রসেনজিৎ ধরকে পাঠানো হয়েছে মানিকতলা থানায়। পাশাপাশি পার্থপ্রতিম চক্রবর্তীকে প্রগতি ময়দান থানার নতুন অতিরিক্ত ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ব্যাপক পুনর্বিন্যাসের ফলে বিভিন্ন থানার প্রশাসনিক কাজ আরও গতিশীল হবে বলে মনে করছে পুলিশমহল।

আরও পড়ুন – টুকলিবাজ বিজেপি! ‘মা’ ক্যান্টিন নকল করে দিল্লিতে চালু ‘অটল ক্যান্টিন’

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...