Saturday, January 31, 2026

লালবাজারে বড়সড় রদবদল, বদলি হলেন ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক

Date:

Share post:

লালবাজারে পুলিশের ইন্সপেক্টর স্তরে বড় রদবদল। বৃহস্পতিবার ২১ জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শহর জুড়ে প্রশাসনিক কাজকর্ম আরও মসৃণ করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায়কে তালতলা থানার ওসি করা হয়েছে। সিঁথি থানার অতিরিক্ত ওসি মণীশ মজুমদার হলেন উল্টোডাঙা থানার ওসি। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায়কেও উন্নীত করে সেই থানারই ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি বিপুল বিশ্বাসকে পাঠানো হয়েছে ট্যাংরা থানার নতুন ওসি হিসেবে। মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি আশিস বসুকে করা হয়েছে উত্তর বন্দর থানার ওসি। অন্যদিকে ট্যাংরা থানার অতিরিক্ত ওসি রাজীব সরকার দায়িত্ব নেবেন মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি হিসেবে।

তালতলা থানার অতিরিক্ত ওসি প্রশান্তকুমার দাসকে পাঠানো হয়েছে পর্ণশ্রী থানায় অতিরিক্ত ওসি হিসেবে। বাঁশদ্রোণী থানার নতুন অতিরিক্ত ওসি হলেন দীপক মণ্ডল। প্রশান্তকুমার ঘোষ দায়িত্ব নেবেন ট্যাংরা থানার অতিরিক্ত ওসি হিসেবে। সাগর মুখোপাধ্যায় যোগ দেবেন টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি পদে।

মৃন্ময় মজুমদার হলেন উল্টোডাঙা থানার নতুন অতিরিক্ত ওসি। সিঁথি থানার অতিরিক্ত ওসি পদে নিয়োগ পেয়েছেন সুবীর সাহা। পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি প্রসেনজিৎ ধরকে পাঠানো হয়েছে মানিকতলা থানায়। পাশাপাশি পার্থপ্রতিম চক্রবর্তীকে প্রগতি ময়দান থানার নতুন অতিরিক্ত ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ব্যাপক পুনর্বিন্যাসের ফলে বিভিন্ন থানার প্রশাসনিক কাজ আরও গতিশীল হবে বলে মনে করছে পুলিশমহল।

আরও পড়ুন – টুকলিবাজ বিজেপি! ‘মা’ ক্যান্টিন নকল করে দিল্লিতে চালু ‘অটল ক্যান্টিন’

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...