Wednesday, November 19, 2025

মাওবাদী শীর্ষনেতার মৃত্যুর পরদিনই অন্ধ্রে আরও ৭ মাওবাদী নিহত

Date:

মঙ্গলবার মাওবাদী শীর্ষনেতা মাধভি হিডমার মৃত্যুর পরে বুধবার নিরাপত্তাবাহিনী ও পুলিশের (Police) সঙ্গে সংঘর্ষে আরও ৭ মাওবাদী (Maobadi) নিহত হয়েছেন বলে খবর। মঙ্গলবার, থেকেই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মেরেদুমিল্লির জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সেই অভিযানেই এই মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় ৩ মহিলা সদস্যও রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের পর বুধবার সকালেও অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় মারেদুমিল্লির জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের (Maobadi) গুলির লড়াই শুরু হয়। অন্ধ্রের গোয়েন্দাকর্তা এডিজি মহেশচন্দ্র লাড্ডা জানিয়েছেন, মঙ্গলবার ৭ মাওবাদীর মৃত্যুর পরে বাকিদের খোঁজে জঙ্গল ঘিরে তল্লাশি চালানো হচ্ছিল। রাতভর তল্লাশির পরে এদিন ভোরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় বাহিনীও। গুলির লড়াইয়ে ৭ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। দলের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। নিহতদের মধ্যে তিন মহিলা মাওবাদী রয়েছেন বলেও জানিয়েছেন এডিজি। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত একজনের পরিচয় জানতে পারা গিয়েছে, তিনি মাওবাদী নেতা মেতুরি জোখা রাও ওরফে টেক শংকর। অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের এরিয়া কমিটির সদস্য। অস্ত্র তৈরির পাশাপাশি মাওবাদীদের প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন টেক শংকর।
আরও খবরবাংলা বললেই কীটপতঙ্গের মত ব্যবহার! ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের পুলিশি অত্যাচার

অভিযানে অন্ধ্রপ্রদেশের এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া, কোনাসিমা এবং এলুরু জেলা থেকে মোট ৫০ মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক।

Related articles

নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

নীতীশ কুমারের নামেই সিলমোহর। তাঁকেই বিহার বিধানসভায় (Bihar Assembly) NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার। বিকেলে রাজভবনে...

মাদ্রাসা নিয়োগে রাজ্যকে এড়ানো? নথি তলব সুপ্রিম কোর্টের

রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে পশ্চিমবঙ্গ সরকারকে কীভাবে এড়ানো হল—তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম...

ফুটবল বিশ্বকাপে চমক, নয়া এন্ট্রি দেড় লক্ষ জনসংখ্যার দেশ কুরাসাও-র!

বছর ঘুরলেই ক্রীড়া জগতে একের পর এক মেগা টুর্নামেন্ট। তা সে টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ হোক বা ফিফা...

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক...
Exit mobile version