নিয়োগ মামলায় তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। বহু আগেই মানিকের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল। রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছিল। অনুমোদন পাওয়ায় মানিকের বিরুদ্ধে চার্জগঠন করা যাবে।
গত ৩ অক্টোবর মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোর্টে চূড়ান্ত চার্জশিট জমা দেয় সিবিআই। পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী ও নলহাটির প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর বিরুদ্ধেও চার্জশিট জমা পড়ে। কিন্তু সাংবিধানিক নিয়ম মেনে সরকারি পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করতে গেলে রাজ্যপালের অনুমতির প্রয়োজন। এর আগে রাজ্যপাল একযোগে মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেন।
নিয়োগ মামলা নিয়ে অভিযোগের কারণে মানিক আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ ছাড়েন। পরে গ্রেফতার করে সিবিআই। এখন জামিনে মুক্ত।
–
–
–
–
–
–
–