Friday, December 12, 2025

নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

Date:

Share post:

নীতীশ কুমারের নামেই সিলমোহর। তাঁকেই বিহার বিধানসভায় (Bihar Assembly) NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার। বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানান JDU প্রধান। সূত্রের খবর, ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই শপথ নিতে চলেছেন নীতীশ। তাঁর সঙ্গে ২২জন মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন।

এবার বিধানসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২০২টি আসন। সেখানে BJP-র ঝুলিতে গিয়েছে ৮৯টি আসন। পাল্লা দিয়ে নীতীশের জেডিইউ জিতেছে ৮৫টি আসন। এই পরিস্থিতিতে বিজেপি-র কেউ মুখ্যমন্ত্রী হবেন বলে জল্পনা চলছিল। কিন্তু বিহারের হাওয়া বুঝে ভোটের আগে থেকেই নীতীশকে (Nitish Kumar) জোটের নেতা হিসেবে প্রচার করে এনডিএ। কিন্তু ভোটের আগে নীতীশের অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়ায়। বার্ধক্যজনিত কারণে নীতীশ নিজেও একসময় সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে চাইছিলেন। এনডিএ-র অন্দরেও বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়।

যদিও বিহারের নির্বাচনের প্রচারের সময় নীতীশ জমানায় বিহারের উন্নতির খতিয়ান তুলে ধরে এনিডিএ। তবে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁকে বেছে নেওয়া হয়নি। প্রশ্ন ছিল, তা হলে কি নীতীশকে মুখ্যমন্ত্রী করতে চাইছে না এনডিএ? ভোটে জেতার পরেও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে জেডিইউ প্রথম থেকেই নীতীশকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেই প্রচার করেছে।
আরও খবরভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

বৃহস্পতিবার দশমবার বিহারের (Bihar Assembly) মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নীতীশ কুমার। পটনার গান্ধী ময়দানে শপথগ্রহণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেডিইউ প্রধানকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেও দুই উপমুখ্যমন্ত্রী পদ নিজের দখলেই রাখছে গেরুয়া শিবির। নীতীশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধরি ও বিজয় সিন্‌হাও। তবে মন্ত্রিসভায় আর কারা জায়গা পাবেন, তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিজেপি, জেডিইউ ছাড়াও ১৯টি আসন জিতেছে চিরাগের দল। মন্ত্রিত্বের দাবি করেছেন চিরাগ পাসোয়ান। তিনি জানিয়েছেন, তাঁর দল LJP (রামবিলাস) সরকারে থাকবে।

spot_img

Related articles

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাঘাযতীনের রামগড় বাজার!

রাতের কলকাতায় পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার (Massive fire broke out in Ramgarh Bazar)! কমপক্ষে ৪০ টি দোকান...

শীতের মাঝেই ফের ঘূর্ণাবর্তের কাঁটা! উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কুয়াশার দাপট

ডিসেম্বরের শুরু থেকে প্রায় প্রত্যেক দিনই তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। চলতি মরশুমে প্রায় প্রত্যেক দিনই শীতলতম অনুভূতির মধ্যে...

৯১ বছর বয়সে নিজের বাড়িতে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাতিল

শুক্রের সকালে রাজনৈতিক মহলে শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল (Shivraj Patil...

দুবাইয়ের বুকে শাহরুখের নামে আকাশচুম্বী বহুতল, প্রথম দিনেই বিক্রি সব ফ্ল্যাট! 

একেই বলে 'কিং' ক্যারিশমা! শুধু তাঁর নামটুকুই যথেষ্ট, বাকি কাজ ফ্যানেরা করে দেবেন। ভারতীয় বিনোদন জগতের রোম্যান্স গুরুর...