Thursday, January 22, 2026

নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

Date:

Share post:

নীতীশ কুমারের নামেই সিলমোহর। তাঁকেই বিহার বিধানসভায় (Bihar Assembly) NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার। বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানান JDU প্রধান। সূত্রের খবর, ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই শপথ নিতে চলেছেন নীতীশ। তাঁর সঙ্গে ২২জন মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন।

এবার বিধানসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২০২টি আসন। সেখানে BJP-র ঝুলিতে গিয়েছে ৮৯টি আসন। পাল্লা দিয়ে নীতীশের জেডিইউ জিতেছে ৮৫টি আসন। এই পরিস্থিতিতে বিজেপি-র কেউ মুখ্যমন্ত্রী হবেন বলে জল্পনা চলছিল। কিন্তু বিহারের হাওয়া বুঝে ভোটের আগে থেকেই নীতীশকে (Nitish Kumar) জোটের নেতা হিসেবে প্রচার করে এনডিএ। কিন্তু ভোটের আগে নীতীশের অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়ায়। বার্ধক্যজনিত কারণে নীতীশ নিজেও একসময় সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে চাইছিলেন। এনডিএ-র অন্দরেও বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়।

যদিও বিহারের নির্বাচনের প্রচারের সময় নীতীশ জমানায় বিহারের উন্নতির খতিয়ান তুলে ধরে এনিডিএ। তবে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁকে বেছে নেওয়া হয়নি। প্রশ্ন ছিল, তা হলে কি নীতীশকে মুখ্যমন্ত্রী করতে চাইছে না এনডিএ? ভোটে জেতার পরেও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে জেডিইউ প্রথম থেকেই নীতীশকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেই প্রচার করেছে।
আরও খবরভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

বৃহস্পতিবার দশমবার বিহারের (Bihar Assembly) মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নীতীশ কুমার। পটনার গান্ধী ময়দানে শপথগ্রহণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেডিইউ প্রধানকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেও দুই উপমুখ্যমন্ত্রী পদ নিজের দখলেই রাখছে গেরুয়া শিবির। নীতীশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধরি ও বিজয় সিন্‌হাও। তবে মন্ত্রিসভায় আর কারা জায়গা পাবেন, তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিজেপি, জেডিইউ ছাড়াও ১৯টি আসন জিতেছে চিরাগের দল। মন্ত্রিত্বের দাবি করেছেন চিরাগ পাসোয়ান। তিনি জানিয়েছেন, তাঁর দল LJP (রামবিলাস) সরকারে থাকবে।

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...