বছর ঘুরলেই ক্রীড়া জগতে একের পর এক মেগা টুর্নামেন্ট। তা সে টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ হোক বা ফিফা ফুটবল বিশ্বকাপ (Fifa Football World Cup)। ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়ছে। তবে সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই দেখতে যাঁরা পছন্দ করেন এই মুহূর্তে তাঁদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। আসন্ন টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নিতে চলেছে। ৪২টি দল সরাসরি জায়গা করে নিয়েছে। এখন বাকি ৬টি স্থান। লড়াই ২২ দেশের। কারা নিজেদের সেরা প্রমাণ করে বিশ্বকাপ খেলার সুযোগ (Fifa World Cup Qualifier) পাবে সেই সমীকরণের মাঝেই এবার চমকে দিল কুরাসাও। মাত্র ১.৫ লক্ষ জনসংখ্যার এক দেশ ছাব্বিশের বিশ্বকাপে খেলতে চলেছে !
কোচ ছাড়াই কামাল করেছে কুরাসাও (Curacao)। মঙ্গলবার রাতে জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে তারা। কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট দেশে ফিরে যাওয়ায় ডাগ-আউটে ছিলেন না। তা সত্ত্বেও অপরাজিত থেকেই তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্কটল্যান্ডের মতো দলের সঙ্গে লড়াই করা হয়তো সহজ কাজ নয়। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপে একের পর এক চমক যেন লেগেই রয়েছে। কেপভের্দের মতো ছোট্ট দেশ আগেই অবাক করেছে ফুটবলপ্রেমীদের। এবার সেই দলে নাম লেখাল কুরাসাও। এবারের বিশ্বকাপের আয়োজক কানাডা, মেক্সিকো এবং আমেরিকা।

–

–

–

–

–

–

–

–


