রাজভবনে (Raj Bhavan) বোমা-বন্দুক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। তার ২৪ ঘণ্টার মাথায় সেই হেয়ার স্ট্রিট থানায় আনন্দ বোসের বিরুদ্ধে FIR দায়ের করলেন তৃণমূল সাংসদ। আগেই কল্যাণ জানিয়েছিলেন, “চিঠি পাঠানো মানেই FIR নয়।” 
এই বিষয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, রাজ্যপাল আমাদের সন্ত্রাসবাদী, দুষ্কৃতী সাজাতে চাইছেন। আমার বাংলায় সেটা করতে দেব না। একই সঙ্গে পেশায় আইনজীবী কল্যাণ বলেন, “একটা চিঠি দেওয়া মানেই এফআইআর নয়। আমি সি ভি আনন্দ বোসের থেকে আইন বেশি বুঝি।”
এদিন হেয়ার স্ট্রিট থানা আনন্দ বোসের বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ধারা ১৭৩(১-)-এর অধীনে অভিযোগ করেন। ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৬১, ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩। সেখানে প্রয়াত পি কে বাসুদেবন নায়ারের পুত্র সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবন থেকে সাংবাদিক বৈঠক করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে বিদ্রোহ ও ধ্বংসাত্মক কার্যকলাপকে উত্তেজিত করার জন্য কিছু বিবৃতি দিয়েছিলেন বলে অভিযোগ করেন। পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের উস্কানি দিয়েছেন আনন্দ বোস যা ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করে।
–
–
–
–
–
–
–