বাসন্তী হাইওয়ের পশ্চিম চৌবাগায় বাসস্যান্ডের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। বৃহস্পতিবার, দুপুর আড়াটে নাগাদ চৌবাগায় বাসস্যান্ডের (Bus Stand) কাছে প্লাস্টিকের কারখানায় (Plastic Factory) আগুন দেখা যায়। ঘনকালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন (Fire Engine)। কালো ধোঁয়া দেখা অনুমান, বিধ্বংসী আগুন লেগেছে। তবে, কী থেকে এই আগুন তা এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, প্লাস্টিকের কারখানায় (Plastic Factory) যথেষ্ট পরিমাণ রাসায়নিক পদার্থ মজুত ছিল।

এদিন দুপুরে চৌবাগায় বাসস্যান্ডের কাছে প্লাস্টিকের কারখানায় (Plastic Factory) আগুন লাগে। দ্রাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। মা ফ্লাইওভারের উপর থেকেও ধোঁয়া দেখায় যায়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যয়নি।

–

–

–

–

–

–

–

–
–


