Thursday, November 20, 2025

এসআইআর (SIR) ক্রমে ত্রাস হয়ে উঠছে মানুষের মনে। ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। এবার চাঞ্চল্যকর ঘটনা বেলঘরিয়ার সিসিআর ব্রিজ সংলগ্ন এলাকায়। ভোটার তালিকায় নাম নেই জানার পর থেকেই আতঙ্কে ছিলেন বৃদ্ধ। বুধবার রাতে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি! বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর একটি পা কাটা গিয়েছে। পুলিশ জানিয়েছে, আহতের নাম অশোক সর্দার (Ashok sardar)। কামারহাটি পুরসভার (kamarhati municipality) প্রফুল্ল নগর লো ল্যান্ডের দীর্ঘদিনের বাসিন্দা তিনি। পেশায় রিকশাচালক।

SIR আতঙ্কে এখনও পর্যন্ত বাংলায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। অনেকে অসুস্থ ও আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঠিক যেমন অবস্থা গুরুতর আহত অশোক সর্দারের। আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ভর্তি তিনি। একটি পা বাদ দিতে হয়েছে। অবস্থা রীতিমতো সঙ্কটজনক।

২০০২-এর ভোটার তালিকায় নাম ছিল না বছর ৬৩-র অশোক সর্দার এবং তাঁর স্ত্রীর। তা জানার পর থেকেই আতঙ্ক গ্রাস করেছিল বৃদ্ধের মনে। দেশ থেকে তাঁদের তাড়িয়ে দেওয়া হবে না তো? এই আশঙ্কায় শেষে কাল ডেকে আনল। যার পরিণতি হল মর্মান্তিক। দেশছাড়া হওয়ার আতঙ্কে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

তড়িঘড়ি বাংলায় এসআইআর করতে গিয়ে ভয়ের পরিবেশ তৈরি করেছে বিজেপি ও নির্বাচন কমিশন (ECI)। নির্ধারিত দুই মাসের মধ্যে এসআইআরের কাজ শেষ করতে গিয়ে বিএলওদের উপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে। যার ফলে বিএলওরাও আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। মুখ্যমন্ত্রী এইসব ঘটনায় উদ্বিগ্ন হয়ে ইতিমধ্যেই জানিয়েছেন, অপরিকল্পিত এসআইআর বন্ধ হোক। এভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় না।

Related articles

কমনওয়েলথে সোনা জয় থেকে বিহারের মন্ত্রী, লক্ষ্যভেদে সফল শ্রেয়সী

বৃহস্পতিবারই বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। মন্ত্রিসভা গঠনে চমক দিলেন নীতীশ। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ক্রীড়াবিদ শ্রেয়সী...

রাজধানীতে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আরও ৪

দিল্লিতে লালকেল্লার (Red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণ কাণ্ডে যখন দেশ জুড়ে চলছে তল্লাশি অভিযান তখন সবচেয়ে...

স্বাস্থ্যসেবার গুণগত মানে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ অর্জন ডিসান হসপিটালের 

রোগীর যত্নে বিশ্বসেরা কলকাতার ডিসান হসপিটাল (Desun Hospital)। রোগী ভর্তি হওয়া থেকে তার ডিসচার্জ পর্যন্ত যেভাবে এই স্বাস্থ্য...

আদালতে যাওয়া সঠিক ছিল না: পরম-উপলব্ধিতে একসাথে কাজের বার্তা স্বরূপের

পরিবারের কেউ ভুল স্বীকার করে ফিরে এলে তাঁকে কাছে টেনে নিতে হয়- এই আপ্তবাক্য মেনে নিয়েই পরমব্রত চট্টোপাধ্যায়কে...
Exit mobile version