Thursday, January 1, 2026

‘হাঁটি হাঁটি পা পা’ করে গোয়া চলচ্চিত্র উৎসবে রুক্মিণী

Date:

Share post:

বাবা-মেয়ের সম্পর্কের গল্প অর্ণব মিদ্যার ‘হাঁটি হাঁটি পা পা’। মুক্তির আগে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) অর্থাৎ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত এই ছবি। আর সেই কারণেই গোয়া উড়ে গেলেন নায়িকা রুক্মিনী। ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় চলবে এই চলচ্চিত্র উৎসব। 

বৃদ্ধ বাবা ও তাঁর মেয়ের সম্পর্কের রসায়নের ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ (Haati Hati Paa Paa)। কিছুদিন আগেই এই ছবি-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হয় ফ্লোটেলে। অনুষ্ঠানে চিরঞ্জিৎ-রুক্মিণী (Rukmini Maitra) ছাড়াও ছিলেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রযোজক অরুণাভ মিদ্যা-সহ অন্যান্যরা। 

একজন তরুণী এবং তাঁর বৃদ্ধ বাবার গল্প বলে ‘হাঁটি হাঁটি পা পা’-যাঁরা পারিবারিক গতিশীলতার সূক্ষ্ম জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। সমসাময়িক শহুরে পটভূমিতে নির্মিত এই ছবি নিঃশর্ত প্রেম, কর্তব্য, একাকীত্ব এবং প্রজন্মের পর প্রজন্মের বন্ধনের গল্প বলে যা পরিবারগুলিকে আবদ্ধ করে রাখে। এই ছবিতে প্রধান চরিত্র বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী এবং চিরঞ্জিৎ। এছাড়াও রয়েছেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, ঈশিকা দে, স্বাগতা বসু, সায়ন ঘোষ এবং মোনালিসা চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য এবং অনির্বাণ অজয় দাস। ছবিটি ২৮ নভেম্বর মুক্তি পাবে। 

তার আগে গোয়া চলচ্চিত্র উৎসবে দেখানো হবে এই ছবি। সেই প্রদর্শনী উপলক্ষ্যেই গোয়া উড়ে গেলেন রুক্মিনী। স্যোশাল মিডিয়ায় বিমানের ভিতরের ছবি পোস্ট করে নায়িকা লেখেন, “#HaatiHatiPaaPaa করে IFFI GOA WORLD PREMIERE এর পথে হাঁটা! Oh sorry.. ওড়া!
Let’s go!”

spot_img

Related articles

বছরের প্রথম দিনেই ঈশ্বর দর্শন স্মৃতিদের, কোন মন্দিরে গেলেন বিশ্বকাপজয়ীরা?

পরিবারের সঙ্গে যখন নতুন বছরের সূচনা করলেন বিরাট-ধোনিরা তখন মহিলা ক্রিকেটারর ইংরেজি নববর্ষের সূচনা করলেন একটু অন্যভাবে। উজ্জয়িনীর...

নেমে পড়েছি, মাঠ জুড়ে খেলব: শাহ-শমীক সাক্ষাতের পরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক দিলীপের, নাম না করে খোঁচা শুভেন্দুকে

ভোট আসতেই ফের দিলীপ ঘোষকে প্রয়োজন পড়েছে বঙ্গ বিজেপির (BJP)। মাস খানেক আগেও যিনি মোদির সভায় ডাক পাননি,...

চুমু খেয়ে বর্ষবরণে মেতে উঠলেন রাজ শুভশ্রী

এর আগেও ঠোঁটে ঠোঁট রেখেছেন রাজ শুভশ্রী। ২০২৬-টাও শুরু করলেন সেই ভাবেই। দেশ থেকে বিদেশ নতুন বছরকে স্বাগত...

মধ্যরাতে সাবওয়ে স্টেশনে মামদানি! প্রথমবার কোরানে হাত রেখে শপথ নিউইয়র্কের মেয়রের

টানা পাঁচ ঘণ্টার উৎকণ্ঠা। শেষ পর্যন্ত জয়ের খবর এসেছিল ৪ নভেম্বর। নিউইয়র্ক শহরের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন জোহরান...