Friday, January 2, 2026

শহর থেকে জেলা, একাধিক জেলায় আগুনে পুড়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান

Date:

Share post:

শুক্রবার রাতে রাজ্যের একাধিক জেলায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো। সবথেকে বড় আগুন লাগার ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে (Santipur)। পুড়ে ছাই হয়ে যায় শান্তিপুর বড়বাজারের একটি বড় অংশ। অন্যদিকে আগুন লাগে উত্তর দিনাজপুরের ডালখোলায় (Dalkhola) একটি দোকানে। কলকাতার মেটিয়াবুরুজে (Metiabruz) আগুন ভষ্মীভূত একটি দোকান। সব ক্ষেত্রেই দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নদিয়ার শান্তিপুরের সবজির সবথেকে বড় বাজারটিই বড়বাজার নামে পরিচিত। মাছ বাজার লাগোয়া বড়বাজারে প্রতিদিন সবজির পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। রাতে সেখানেই মজুত থাকে সবজিও। শুক্রবার মধ্যরাতে সেই বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে খবর দেন দমকলে (fire brigade)। তবে দমকল এসে পৌঁছানোর আগেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, মজুত আলু পেঁয়াজসহ বিভিন্ন আনাজ পুড়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে যান শান্তিপুর পুরসভার পুরপ্রধান।

অন্যদিকে আগুন লাগার ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের ডালখোলায়। জাতীয় সড়কের ধারে থাকা একটি দোকান থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায় শনিবার ভোরে। আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে, তার জন্য দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান।

আরও পড়ুন : নিউটাউনে বেপরোয়া অ্যাপ ক্যাব: সাত সকালে দুর্ঘটনায় আহত ৬

কলকাতাতেও শনিবার ভোর রাতে আগুন লাগার ঘটনা ঘটে মেটিয়াবুরুজে (Metiabruz)। কারবালা রোডে (Karbala Road) একটি বন্ধ দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দোকানের মালিককে খবর দেওয়া হয়। মালিক এসে দোকানের সাটার তুলতে ভয়াবহ আগুন দেখতে পাওয়া যায়। দ্রুত দমকলকে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...