Monday, January 26, 2026

সীমান্ত বাণিজ্যে গতি: ‘সুবিধা পোর্টাল’-এর ফি কমাল রাজ্য 

Date:

Share post:

ভারত–বাংলাদেশ সীমান্তের ভূমি শুল্ক স্টেশন ও ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) হয়ে পণ্যবাহী গাড়ি চলাচল আরও মসৃণ করতে রাজ্য সরকার অনলাইন ‘সুবিধা পোর্টাল’-এ ধার্য ফি কমানোর সিদ্ধান্ত নিল। পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন হার কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে।

সরকারি পক্ষের দাবি, সাম্প্রতিক বাজার পরিস্থিতির জেরে পচনশীল ও অপচনশীল—দুই ধরনের পণ্যের রফতানিকারক এবং পরিবহণকারীরা বাড়তি খরচের চাপে পড়েছিলেন। বিশেষত স্টোন চিপস ও বোল্ডার পরিবহণে ব্যয়বৃদ্ধি পরিষেবার গতিকে বাধা দিচ্ছিল। সেই কারণেই ক্রস-বর্ডার রফতানি স্বচ্ছ ও গতিময় করতে ফি পুনর্গঠন করা হয়েছে।

‘সুবিধা পোর্টাল’ রাজ্য সরকারের ডিজিটাল গাড়ি ফ্যাসিলিটেশন প্ল্যাটফর্ম, যা এলপিএআই, ভারতীয় শুল্ক দপ্তর এবং বিএসএফ-এর সহযোগিতায় তৈরি। সীমান্তবর্তী বিভিন্ন আইসিপি-তে ইতিমধ্যেই এই পোর্টালের মাধ্যমে সব ধরনের রফতানি ট্রাকের ক্লিয়ারেন্স চলছে। লক্ষ্য—যান চলাচলে গতি বাড়ানো ও প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা।

নতুন কাঠামোয় চ্যাসি, খালি ট্রাক এবং অন্যান্য খালি গাড়ির ফি ৫,০০০ টাকা থেকে কমে দাঁড়াচ্ছে ৪,২৫০ টাকায়। পচনশীল পণ্য এবং অপচনশীল বিপজ্জনক সামগ্রীবাহী গাড়ির ফি ৩,০০০ টাকা থেকে কমিয়ে ২,৫৫০ টাকা করা হয়েছে। ছ’চাকা পর্যন্ত অ-পচনশীল পণ্যবাহী ট্রাকের জন্য নতুন হার ৪,২৫০ টাকা—আগে ছিল ৫,০০০।

ভারী মালবাহী যানবাহনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ছাড় মিলেছে। ১৪–১৮ চাকা বিশিষ্ট পচনশীল পণ্যবাহী ট্রাককে এখন দিতে হবে ১০,২০০ টাকা, যা আগে ছিল ১২,০০০। ২০ চাকা বা তার বেশি ট্রাকের জন্য ফি ১৫,০০০ থেকে কমিয়ে ১২,৭৫০ টাকা নির্ধারিত হয়েছে।

নদী থেকে সংগৃহীত বোল্ডার ও স্টোন চিপস পরিবহণকারী গাড়ির ক্ষেত্রেও কমানো হয়েছে ফি। কোচবিহারের চ্যাংরাবান্ধা এবং জলপাইগুড়ির ফুলবাড়ি আইসিপির জন্য আলাদা কম হারের ট্যারিফ ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট বিভাগের বাইরে থাকা লোডেড গাড়ির নতুন ফি ৮,৫০০ টাকা—আগে ছিল ১০,০০০।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশোধিত ফির ওপর প্রযোজ্য জিএসটি রিভার্স চার্জ ব্যবস্থায় সরাসরি জিএসটি কর্তৃপক্ষকেই প্রদান করতে হবে রফতানিকারক বা কনসাইনারদের। পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, রফতানিমুখী পরিবহণ ব্যবস্থাকে স্বস্তি দেওয়া ও সীমান্তবর্তী চেকপোস্টে যান চলাচল দ্রুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন – আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস! তীব্র নিশানা কুণালের, রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজনহারা পরিবার

_

 

_

 

_

spot_img

Related articles

মন্দিরে প্রবেশাধিকারে বিতর্কিত ‘ফতোয়া’, কেদার-বদ্রী কমিটির সিদ্ধান্তে তুঙ্গে তরজা

প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী কেদারনাথ, বদ্রীনাথে যাত্রা করেন। তবে এবার সেই কেদার-বদ্রী অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে দিচ্ছে।...

ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্য পরীক্ষা অভিষেক-পত্নী রুজিরার, ঘুরে দেখলেন দোতলা শিবির

শুধু মুখে বলা নয়, ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) সত্যিই আপন বলে মনে করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

কোনও অবদান নেই! নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুভেন্দুর কটূক্তি, পাল্টা জবাব তৃণমূলের

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amatya Sen) এসআইআর-এর নোটিশ দেওয়া নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও অব্যাহত। সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা...

T20 WC: মাঠের বাইরে নয়া নাটক, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান?

ভারতের মাটিতে কোন আইসিসি ইভেন্ট থাকলেই তা নিয়ে নিত্যনতুন সমস্যা সৃষ্টি করে পাকিস্তান(Pakistan )। বিগত কয়েক বছর ধরেই...