Tuesday, December 16, 2025

সীমান্ত বাণিজ্যে গতি: ‘সুবিধা পোর্টাল’-এর ফি কমাল রাজ্য 

Date:

Share post:

ভারত–বাংলাদেশ সীমান্তের ভূমি শুল্ক স্টেশন ও ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) হয়ে পণ্যবাহী গাড়ি চলাচল আরও মসৃণ করতে রাজ্য সরকার অনলাইন ‘সুবিধা পোর্টাল’-এ ধার্য ফি কমানোর সিদ্ধান্ত নিল। পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন হার কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে।

সরকারি পক্ষের দাবি, সাম্প্রতিক বাজার পরিস্থিতির জেরে পচনশীল ও অপচনশীল—দুই ধরনের পণ্যের রফতানিকারক এবং পরিবহণকারীরা বাড়তি খরচের চাপে পড়েছিলেন। বিশেষত স্টোন চিপস ও বোল্ডার পরিবহণে ব্যয়বৃদ্ধি পরিষেবার গতিকে বাধা দিচ্ছিল। সেই কারণেই ক্রস-বর্ডার রফতানি স্বচ্ছ ও গতিময় করতে ফি পুনর্গঠন করা হয়েছে।

‘সুবিধা পোর্টাল’ রাজ্য সরকারের ডিজিটাল গাড়ি ফ্যাসিলিটেশন প্ল্যাটফর্ম, যা এলপিএআই, ভারতীয় শুল্ক দপ্তর এবং বিএসএফ-এর সহযোগিতায় তৈরি। সীমান্তবর্তী বিভিন্ন আইসিপি-তে ইতিমধ্যেই এই পোর্টালের মাধ্যমে সব ধরনের রফতানি ট্রাকের ক্লিয়ারেন্স চলছে। লক্ষ্য—যান চলাচলে গতি বাড়ানো ও প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা।

নতুন কাঠামোয় চ্যাসি, খালি ট্রাক এবং অন্যান্য খালি গাড়ির ফি ৫,০০০ টাকা থেকে কমে দাঁড়াচ্ছে ৪,২৫০ টাকায়। পচনশীল পণ্য এবং অপচনশীল বিপজ্জনক সামগ্রীবাহী গাড়ির ফি ৩,০০০ টাকা থেকে কমিয়ে ২,৫৫০ টাকা করা হয়েছে। ছ’চাকা পর্যন্ত অ-পচনশীল পণ্যবাহী ট্রাকের জন্য নতুন হার ৪,২৫০ টাকা—আগে ছিল ৫,০০০।

ভারী মালবাহী যানবাহনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ছাড় মিলেছে। ১৪–১৮ চাকা বিশিষ্ট পচনশীল পণ্যবাহী ট্রাককে এখন দিতে হবে ১০,২০০ টাকা, যা আগে ছিল ১২,০০০। ২০ চাকা বা তার বেশি ট্রাকের জন্য ফি ১৫,০০০ থেকে কমিয়ে ১২,৭৫০ টাকা নির্ধারিত হয়েছে।

নদী থেকে সংগৃহীত বোল্ডার ও স্টোন চিপস পরিবহণকারী গাড়ির ক্ষেত্রেও কমানো হয়েছে ফি। কোচবিহারের চ্যাংরাবান্ধা এবং জলপাইগুড়ির ফুলবাড়ি আইসিপির জন্য আলাদা কম হারের ট্যারিফ ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট বিভাগের বাইরে থাকা লোডেড গাড়ির নতুন ফি ৮,৫০০ টাকা—আগে ছিল ১০,০০০।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশোধিত ফির ওপর প্রযোজ্য জিএসটি রিভার্স চার্জ ব্যবস্থায় সরাসরি জিএসটি কর্তৃপক্ষকেই প্রদান করতে হবে রফতানিকারক বা কনসাইনারদের। পরিবহণ দফতরের এক আধিকারিক বলেন, রফতানিমুখী পরিবহণ ব্যবস্থাকে স্বস্তি দেওয়া ও সীমান্তবর্তী চেকপোস্টে যান চলাচল দ্রুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন – আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস! তীব্র নিশানা কুণালের, রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজনহারা পরিবার

_

 

_

 

_

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...