Sunday, November 23, 2025

জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর দিনেই ছন্দপতন, বিবাহ স্থগিত রাখলেন স্মৃতি

Date:

স্মৃতি মান্ধানার (Smriti mandhana)বাবা অসুস্থ, আপাতত স্থগিত হয়ে গেল পলাশ- স্মৃতির বিবাহ অনুষ্ঠান। বিগত কয়েক দিন ধরেই তারকা জুটির বিবাহকে কেন্দ্র করে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু রবিবার সকালে বিরাট দু সংবাদ।

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি (Smriti mandhana)ও পলাশের প্রাক বিবাহ অনুষ্ঠান ছিল জমজমাট। গায়ে হলুদের অনুষ্ঠানও হয়েছিল ধুমধাম করে ।কিন্তু রবিবার সকালে প্রাত রাশ করার সময় অসুস্থ বোধ করেন স্মৃতির বাবা।প্রাথমিক ভাবে সামান্য অসুস্থতা মনে করা হলেও কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর তিনি হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। ফলে চিকিৎসকদের পর্যবেক্ষনে আছেন। স্মৃতির ম্যানেজার জানিয়েছেন আপাতত বিবাহ অনুষ্ঠান স্থগিত করা হচ্ছে।

তুহিন মিশ্রা জানান, ব্রেকফাস্টের সময়ে শ্রীনিবাস মান্ধানার শরীর খারাপ হতে শুরু করে। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রীনিবাস মান্ধানাকে এখন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্মৃতির ম্যানেজার বলেন, ‘আজ সকালে ব্রেক ফাস্ট করার সময় স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানা অসুস্থবোধ করেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। ভাবলাম হয়তো স্বাভাবিক অসুস্থতা ঠিক হয়ে যাবে। কিন্তু ওঁর অবস্থার অবনতি হচ্ছিল। তাই ঝুঁকি না নিয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাই। এখন তিনি পর্যবেক্ষণে আছেন।’

২৩ নভেম্বর স্মৃতি ও পলাশের বিয়ের আচার অনুষ্ঠান ছিল। পরিবারের সদস্যদের সামনেই আয়োজিত হতো এই আচার অনুষ্ঠান। স্মৃতির সঙ্গে গত তিনদিন ধরে টিম ইন্ডিয়ার মহিলা দলের সদস্যরা রয়েছেন।

Related articles

সোমবার সন্ধ্যায় ফল প্রকাশ নবম-দশমের শিক্ষক নিয়োগের

রাজ্য শিক্ষক নিয়োগে ফের জোরকদমে কাজ শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সোমবার সন্ধ্যেয় প্রকাশিত হতে চলেছে নবম-দশম...

ওডিআইতে গিলের পরিবর্তে নেতৃত্বে রাহুল, বিশ্রামে তারকা বোলার, ব্রাত্যই থাকলেন শামি

ঘোষিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজের দল। জল্পনা মতোই এই সিরিজে খেলতে পারবেন না শুভমান গিল।...

SIR ইস্যুতে তৃণমূলের জোরদার কর্মসূচি! সোমে বৈঠকে অভিষেক, মঙ্গলে মিছিলে নেত্রী 

অপরিকল্পিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে রাজ্য জুড়ে তীব্র ধোঁয়াশা ও আতঙ্ক অব্যাহত। বহু মানুষ নথিপত্রের চাপ সামলাতে...

SIR বন্ধের দাবি, সোমে মিছিল BLO-দের: একশো শতাংশ অধিকার আছে, দাবি তৃণমূলের

নির্বাচনের টার্গেট পূরণ করতে বোঁড়ে রাজ্যের সরকারি কর্মীরা। ভুল হলে বিজেপির চাপে চাকরি যাওয়া বা গ্রেফতারির হুমকি। এই...
Exit mobile version